Transfer Window Update: একের পর এক দল বদলের খবর পাওয়া যাচ্ছে প্রায় প্রতিদিন। আরও একজন ভারতীয় উইঙ্গার বেছে নিয়েছেন নতুন ক্লাব। জামশেদপুর থেকে চেন্নাই পারি দিলেন ফারুক চৌধুরী। সম্প্রতি সময়ে ভারতীয় ফুটবল আঙিনায় উঠে আসা অন্যতম সেরা উইঙ্গারদের মধ্যে অন্যতম ফারুক চৌধুরী। আগামী মরসুমে তিনি খেলবেন Chennaiyin Fc তে। দক্ষিণ ভারতের এই ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার দেওয়া হয়েছে এই সই সংবাদ। চলতি ট্রান্সফার উইন্ডোতে বেশ সক্রিয় রয়েছে Chennaiyin Fc। একাধিক তরুণ এবং প্রতিভাবান ফুটবলারকে দলে রিক্রুট করেছে ক্লাব।
মহারাষ্ট্র থেকে উঠে আসা ফারুক ইতিমধ্যে খেলেছেন দেশের বিভিন্ন প্রান্তের ক্লাবে। কাশ্মীর থেকে চেন্নাই, দেশের বড় অংশের ফুটবল সম্পর্কে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তিনি। বয়স বাড়ার সঙ্গে আরও পরিপক্ব হয়েছে তার খেলা। নিজের সিনিয়র ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন লোনস্টার কাশ্মীরের হাত ধরে। কুড়িটির কাছাকাছি ম্যাচ খেলে করেছিলেন বেশ কয়েকটি গোল।
𝑭𝒆𝒆𝒕 𝒇𝒂𝒔𝒕 𝒂𝒔 𝒍𝒊𝒈𝒉𝒕𝒏𝒊𝒏𝒈 ⚡️
How excited are we to see Farukh in 🔵🥵#AllInForChennaiyin #VanakkamFarukh | @choudharyfar8 pic.twitter.com/Mrpf9xmbu8
— Chennaiyin F.C. (@ChennaiyinFC) July 11, 2023
যুব ফুটবলার হিসেবে ফারুক শুরুর দিকে খেলতেন সেন্ট্রাল ব্যাক পজিশনে। পরে যোগ দিয়েছিলেন মাঝমাঠে, ক্রমে অবদান রাখতে শুরু করেন আক্রমণ গড়ার কাজে। দ্বিতীয় ডিভিশনের আই লীগ খেলার পর সরাসরি সুযোগ পেয়েছিলেন ইন্ডিয়ান সুপার লীগে। সুযোগ দিয়েছিল দক্ষিণ ভারতের অপর ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব কেরালা ব্লাস্টার্স। ২০১৭-২০২০, সবথেকে বেশি সময় কাটিয়েছেন জামশেদপুর এফসিতে। ২০২১ সালে ফের যোগ দিয়েছিলেন ইস্পাত নগরীর ক্লাবে। মাঝে খেলেছিলেন মুম্বই সিটির হয়ে। ইন্ডিয়ান সুপার লীগে রয়েছেন ধারাবাহিক ভাবে। এবার জাত চেনাবেন Chennaiyin Fc- এর জার্সিতে।