এনওসি’ পেয়ে গিয়েছেন আনোয়ার আলি, কবে যোগ দেবেন লাল-হলুদে?

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার আনোয়ার (Anwar Ali) ইস্যু নিয়ে আলোচনায় বসেছিল এআইএফএফ-এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি। যেখানে উপস্থিত ছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির প্রতিনিধিরা। যেদিকে…

Anwar Ali Transfer News to east bengal

পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার আনোয়ার (Anwar Ali) ইস্যু নিয়ে আলোচনায় বসেছিল এআইএফএফ-এর প্লেয়ার স্ট্যাটাস কমিটি। যেখানে উপস্থিত ছিল মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির প্রতিনিধিরা। যেদিকে নজর ছিল আপামর ফুটবলপ্রেমীদের। আগামী ২২শে আগস্ট পরবর্তী শুনানির দিনক্ষণ ধার্য হলেও তাঁর মধ্যেই উঠে আসলো এক নয়া তথ্য।

   

জানা গিয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির নির্দেশ অনুযায়ী নো অবজেকশন সার্টিফিকেট পেয়ে গিয়েছেন আনোয়ার। যারফলে মোহনবাগান এখন অতীত। তিনি এখন দিল্লি এফসির ফুটবলার। সেজন্য ইচ্ছে হলে ভারতের যেকোনও ফুটবল ক্লাবে সই করতে পারবেন জাতীয় দলের এই ভরসাযোগ্য ডিফেন্ডার।

উল্লেখ্য, গত মাসেই ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে প্রি-কনট্রাক্ট করেছিলেন আনোয়ার আলি। যারফলে এখন চাইলে লাল-হলুদের হয়ে খেলতে পারবেন এই ভারতীয় ডিফেন্ডার। কিন্তু সেক্ষেত্রে বেশকিছু আইনি জটিলতার মধ্যে পড়তে হতে পারে তাঁকে। বিশ্ব ফুটবল সংস্থার নিয়ম অনুযায়ী বেশ কয়েক মাসের জন্য শাস্তি পেতে পারেন তিনি। তাই প্রশাসনিক দিকটি মাথায় রেখে এখন কিছুটা ধীরে চলো নীতি প্রয়োগ করতে পারে উভয় পক্ষে।