Transfer Window: পোগবাকে নিয়ে চলা এই জল্পনা হয়ত ভিত্তিহীন

florentin pogba

Transfer Window: আচমকা শহরে এসে উপস্থিত হয়েছে ফ্লোরেন্তিন পোগবা। ফরাসি তারকা কলকাতায় পা রাখার পর থেকে শুরু হয়েছে জল্পনা। ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কেউ কেউ এমনটাও দাবি করেছেন যে কোচ হুয়ান ফেরান্ড নিজেও নাকি জানতেন না যে ফ্লোরেন্তিন পোগবা কলকাতায় আসবেন।

শনিবার ভোর রাত থেকে কলকাতা বিমান বন্দরে ভিড় জমিয়েছিলেন মোহনবাগান সমর্থকরা। আজই শহরে এসেছে পৌঁছেছেন ক্লাবের হাইপ্রোফাইল বিদেশি ফুটবলার জেসন কামিংস। গভীর রাত থেকে ক্লাবের সবুজ মেরুন রঙে নিজেদের সাজিয়ে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন বহু মোহন ভক্ত। এদিনই কলকাতায় এসেছেন হুগো বুমোস এবং কোচ হুয়ান।

   

শুক্রবার সন্ধ্যা থেকে শোনা যাচ্ছিল জেসন এবং হুগোর পাশাপাশি আসতে পারেন আরও এক বিদেশি ফুটবলার। অনেকে ফরাসি তারকার নাম অনুমান করেছিলেন। দিনের আলো ফোটার পর জল্পনার নিরসন হয়। তবে প্রশ্ন থামেনি। সামাজিক মাধ্যমে অনেকে দাবি করেছেন, এই তারকা ডিফেন্ডারের আসার খবর জানতেন না খোদ দলের হেড কোচ।

পরে আরো জানা গিয়েছে, ফ্লোরেন্তিনের সঙ্গে সবুজ মেরুন ব্রিগেডের সম্পর্ক এখনও ছিন্ন হয়। খাতায় কলমে তিনি এখনও বাগানের ফুটবলার। চোটের কারণে গত মরসুমের মাঝপথে ফিরে গিয়েছিলেন দেশে। এখন শুরু হচ্ছে নতুন মরসুমের জন্য অনুশীলন। সে জন্য ফের তিনি তিলোত্তমায়। কোচ জানতেন না এই জল্পনার ভিত দুর্বল। কোচকে অন্ধকারে রেখে তিনি শহরে আসেননি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন