পাকিস্তানি সীমার দাবি ‘আমি ভারতের বধূ’, স্বামীর আবেদন মোদী জী ‘স্ত্রীকে ফেরত পাঠান’

পাকিস্তানি স্বামী আর ভারতীয় প্রেমিকের মাঝে আছে বিতর্কিত সীমা-সীমা হায়দর! পাক মহিলা নিজের দেশে ফিরতে নারাজ। সীমা (Seema Haider) নিজেকে ‘ভারতের বধূ’ বলে রাষ্ট্রপতি দ্রৌপদী…

পাকিস্তানি স্বামী আর ভারতীয় প্রেমিকের মাঝে আছে বিতর্কিত সীমা-সীমা হায়দর! পাক মহিলা নিজের দেশে ফিরতে নারাজ। সীমা (Seema Haider) নিজেকে ‘ভারতের বধূ’ বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন করেছে। আর তার পাকিস্তানি স্বামী গোলাম হায়দর বলছেন, স্ত্রী কে ফেরত পাঠাক ভারত সরকার। সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রধামন্ত্রী মোদীর কাছে তিনি আবেদন করেছেন।

সীমার কঠোর শাস্তির দাবি ও সন্তানদের পাকিস্তানে ফেরানোর আর্জি জানিয়েছেন গুলাম হায়দর। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছেন। অনুরোধ করেছেন স্ত্রী সীমা এবং তার বাচ্চাদের যেন পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়।

   

পাকিস্তান থেকে গুলাম হায়দর জানিয়েছেন, আমি সকলকে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ সংবাদমাধ্যম এবং যারা সাহায্য করেছেন। সীমা আইন ভেঙ্গে বেআইনিভাবে পাকিস্তান থেকে ভারতে গিয়েছে। আমি চাই সীমা আমার চার সন্তামদের নিয়ে দেশে ফিরে আসুক। আমি হাতজোড় করে অনুরোধ করছি একজন বাবাকে তার সন্তান থেকে দূরে রাখবেন না।

এর সঙ্গে তিনি সীমার শাস্তি দাবী করে বলেন, সীমা যেই ভুল করেছে তার জন্য তাকে আইনিভাবে শাস্তি দেয়া হোক। কিন্তু আমার বাচ্চারা নাবালক তাদের যেন ফিরিয়ে দেওয়া হয়। তিন মাস থেকে আমি আমার সন্তানদের সঙ্গে কথা বলিনি। তাদের পাকিস্তানে ফিরিয়ে দিন। হিন্দু মুসলিম হিসেবে দেখবেন না, বরং দেখুন মনুষ্যত্ব হিসাবে

পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হায়দর তার নিজের কথাতেই অটুট রয়েছেন। সীমা ফিরে যেতে চায়না পাকিস্তানে। সীমার দাবি, “আমায় জেলে পাঠিয়ে দাও কিন্তু আমি পাকিস্তান যাব না”। অসুস্থ হয়ে পড়েছে সীমা।