Hugo Boumous: শহরে পা রেখে সমর্থকদের উদ্দেশ্যে ‘বিস্ফোরক’ বুমোস

গত ফুটবল মরশুমে সকলকে চমকে দিয়ে হিরো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে মোহনবাগান। শুরুটা খুব একটা ভালো না হলেও সময় এগোনোর সাথে সাথে বদলাতে থাকে দলের পারফরম্যান্স।

Hugo Boumous

গত ফুটবল মরশুমে সকলকে চমকে দিয়ে হিরো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে মোহনবাগান। শুরুটা খুব একটা ভালো না হলেও সময় এগোনোর সাথে সাথে বদলাতে থাকে দলের পারফরম্যান্স। সেখান থেকেই চূড়ান্ত সাফল্য। যা নিয়ে খুশি হতে দেখা গিয়েছিল সবুজ-মেরুন সমর্থকদের। সময় বদলেছে। দরজায় কড়া নাড়ছে আরও একটা ফুটবল মরশুম। যেখানে সমস্ত কিছু শেষ হয়েছিল এবার সেখান থেকেই মরশুম শুরু করতে চায় মোহনবাগান। সেইমতো গত কয়েকদিন ধরেই শহরে আসতে শুরু করেছিল দেশীয় ফুটবলাররা।

তবে ভিসা জনিত সমস্যা থাকায় দেরীতে শহরে আসতে শুরু করেন বিদেশি ফুটবলার ও কোচ। আজ কিছু ঘন্টা আগেই কলকাতা বিমানবন্দরে পা রেখেছেন সবুজ-মেরুন কোচ হুয়ান ফেরেন্দো। পাশাপাশি শহরে এসেছেন দলের তারকা ফুটবলার হুগো বুমোস।

আসলে আজ ভোর রাত থেকেই প্রবল উন্মাদনা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। শহরে এসে গিয়েছেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স। এমনকি সকলকে চমকে দিয়ে পোগবা ও এসেছেন শহরে। তারপর আজ সকালে ফেরেন্দো ও বুমোসের আগমন। এক কথায় বলতে গেলে নতুন ফুটবল মরশুম শুরু করার জন্য এবার শেষ প্রস্তুতি সারছে কলকাতার এই প্রধান। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে, আজকের পাশাপাশি আগামী আরও দুটি দিন গোপন প্রস্তুতি সারবে মোহনবাগান। যেখানে খেলোয়াড়দের ফিটনেসের পাশাপাশি গুরুত্ব পাবে অন্যান্য সমস্ত কিছু।

এসবের মাঝেই আজ বিমানবন্দরে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হন হুগো বুমোস। নতুন মরশুমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আগত নতুন মরশুমের জন্য আমি প্রচন্ড উৎসাহী। গতবারের তুলনায় আরও বেশি ট্রফি জয়ের পরিকল্পনা নিয়ে এবার শহরে এসেছি। সেটাই করার পরিকল্পনা থাকবে। গতবারের মতো এবারও নিজের সেরাটা দিয়ে দলকে ট্রফি জিতিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর পরিকল্পনা রয়েছে। শেষে আপামর মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের সকল সমর্থকদের সঙ্গে আবারও দেখা করার জন্য ব্যাপকভাবে মুখিয়ে আছি। খুব তাড়াতাড়ি সকলের সাথে দেখা হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে।