Transfer Window: মোহনবাগানে সম্ভবত ম্যানচেস্টার সিটিতে খেলা ফুটবলার

matija nastasić

মোহনবাগান (Mohun Bagan) মানেই চমক! ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) মোটা টাকার বিনিময়ে ফুটবলার সই করানোর ব্যাপারে প্রসিদ্ধ সবুজ মেরুন শিবির। এবারের দল বদলের বাজারে সাড়া ফেলে দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। ফুটবল প্রেমীদের একাংশের ধারণা, সঞ্জীব গোয়েঙ্কারা আরও হয়তো চমক দেবেন। ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ জেতা এক ফুটবলারের নাম।

ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে সম্প্রতি আলোচনায় উঠে এসেছে Matija Nastasić এর নাম। যারা আন্তর্জাতিক ফুটবল ফলো করেন তারা এই নামের সঙ্গে পরিচিত। ম্যানচেস্টার সিটি, ফিওরেন্টিমা, শালকে, ম্যালরকার মতো ক্লাবে খেলা ফুটবলার। জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। এক সময় ম্যানচেস্টার সিটির সেরা উদীয়মান ফুটবলারের শিরোপা জিতেছেন Matija Nastasić। ২০১২ এবং ২০১৩, এই দুটি বছরে আন্তর্জাতিক ফুটবলে সাড়া ফেলে দিয়েছিলেন সার্বিয়ার এই ফুটবলার।

   

আরও পড়ুন: Mohun Bagan: বাগানের মাথা ব্যাথার কারণ হতে পারে ISL খেলা এক ফুটবলার!

দল বদলের বাজারে জল্পনার অভাব নেই। বেশ কিছু জল্পনার সঙ্গে বাস্তবের অনেক পার্থক্য থাকে। সততার ভিত হয় দুর্বল। মোহন বাগান সুপার জায়ান্ট এবং Matija Nastasić সম্পর্কিত এই জল্পনার ভিত কতটা পোক্ত সে ব্যাপারে সংশয় রয়েছে। ভারতীয় ফুটবল মহলের একাংশ জোর দিয়ে দাবি করেছে, এই জল্পনা একেবারেই সত্য না, স্রেফ গুজব।

আসলে এবারের ট্রান্সফার উইন্ডোতে মোহন বাগান সুপার জায়ান্ট একাধিক চমক দিয়েছে। তার ওপর কার্ল ম্যাক হিউ সবুজ মেরুন শিবিরকে বিদায় জানিয়েছেন । শোনা যাচ্ছে রক্ষণে একজন বিদেশি ফুটবলার নিতে পারে বাগান। এরপরেই ভেসে উঠেছিল সার্বিয়ার এই তারকা ডিফেন্ডারের নাম।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন