ISL-এ নিশ্চিত হল আরও একটি ক্লাব

প্রতীক্ষার অবসান। ইন্ডিয়ান সুপার লীগে (Indian Super League) নতুন ক্লাব। বুধবার দুপুরে ইন্ডিয়ান সুপার লীগ এবং পাঞ্জাব এফসি (Punjab FC) তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই খবর প্রকাশ্যে এনেছে।

ISL is Punjab FC

প্রতীক্ষার অবসান। ইন্ডিয়ান সুপার লীগে (Indian Super League) নতুন ক্লাব। বুধবার দুপুরে ইন্ডিয়ান সুপার লীগ এবং পাঞ্জাব এফসি (Punjab FC) তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে এই খবর প্রকাশ্যে এনেছে। পাঞ্জাব এফসি আসন্ন ২০২৩-২৪ মরসুম থেকে ইন্ডিয়ান সুপার লিগে মাঠে নামতে চলা নবতম ক্লাব। ২০২২-২৩ মরসুমের আই লিগ শিরোপা জয়ের কারণে পাঞ্জাব এফসি আইএসএলে উন্নীত হওয়া প্রথম ক্লাব হিসেবে সরাসরি এই সুযোগ অর্জন করেছে।

পাঞ্জাব এফসি যে আসন্ন নতুন মরসুমে ইন্ডিয়ান সুপার লীগ খেলবে সেটা আগে থেকেই জানা ছিল। কারণ গত মরসুমে তারা জিতেছিল আই লীগ। নতুন নিয়ম অনুযায়ী আই লীগ জয়ী দল ISL খেলার দাবিদার হয়ে উঠবে। সেই মতো নিজেদের দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল পাঞ্জাব এফসি। আগে এই ক্লাবটির নাম ছিল রাউন্ড গ্লাস পাঞ্জাব। দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি এবার পাঞ্জাব থেকেও ফুটবল ক্লাব ভারতের সর্বোচ্চ ফুটবল লীগে খেলার যোগ্যতা অর্জন করল।

   

ইতিমধ্যে তারা একাধিক ফুটবলারকে দলে নিশ্চিত করেছে। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি নিশ্চিত করা হয়েছে বিদেশি ফুটবলারদের। দল গঠনের ব্যাপারে ইন্ডিয়ান সুপার লীগের অন্যান্য দলগুলোর তুলনায় বাজেট কিছুটা কম হলেও ফুটবলার নেওয়ার ব্যাপারে সাধ্য মতো চেষ্টা করছে ক্লাব। স্কোয়াডে রয়েছেন একাধিক নামকরা ফুটবলার।

পাঞ্জাব এফসি ইন্ডিয়ান সুপার লীগে পাকাপাকিভাবে উন্নীত হওয়ার পর লীগের এক মুখপাত্র বলেছেন, ‘ইন্ডিয়ান সুপার লীগ পরিবারে পাঞ্জাব এফসিকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। পাঞ্জাব এফসির আইএসএল-এ প্রবেশ ভারতে ফুটবলের প্রতি ক্রমবর্ধমান অনুরাগীদের আকর্ষণ এবং পদচিহ্নকে আরও ত্বরান্বিত করবে।

এটি পাঞ্জাবের উৎসাহী ফুটবল ভক্তদের প্রতিনিধিত্ব করে লীগে আরও উদ্দীপনা, প্রতিভা এবং সংকল্পের নতুন তরঙ্গ বয়ে নিয়ে আসবে। এই মরসুমে আইএসএল দশম বর্ষে পদার্পণ করবে। ইন্ডিয়ান সুপার লীগ ভারতীয় ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ক্রমাগত কাজ করছে। শক্তিশালী পরিকাঠামো গড়ে তোলার ব্যাপারে আমরা বদ্ধপরিকর।”