Transfer Window: দল বদলের বাজারে বড় চমক ইন্টারকাশির, এলেন স্পেনের তরুন তারকা

Transfer Window Shocker: এবারেরই নয়া ফুটবল মরশুমে খুব সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ইন্টারকাশি (Inter Kashi) ফুটবল ক্লাব। বলতে গেলে বারানসীর প্রথম ও একমাত্র ক্লাব…

Fran Gómez

Transfer Window Shocker: এবারেরই নয়া ফুটবল মরশুমে খুব সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ইন্টারকাশি (Inter Kashi) ফুটবল ক্লাব। বলতে গেলে বারানসীর প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে এখনো পর্যন্ত আই লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পেরেছে এই ফুটবল দল। তবে শুধুমাত্র দেশীয় ফুটবলপ্রেমী মানুষদের প্রচেষ্টা নয়। এক্ষেত্রে বিদেশ থেকেও ব্যাপক সাহায্য পাচ্ছে এই ফুটবল ক্লাব।

বিশেষ করে স্পেনের বেশ কিছু ফুটবল ক্লাবের ছত্রছায়ায় গড়ে উঠেছে বারাণসী এই ইন্টারকাশি। যেখানে এবার রয়েছেন দেশের বিভিন্ন জনপ্রিয় ফুটবল ক্লাবের হয়ে খেলা একাধিক দাপুটে ফুটবলার। আইএসএলের অন্যতম সক্রিয় দল তথা জামশেদপুর এফসি প্রাক্তন কোচ সান্তামারিনার দায়িত্ব গ্রহণের পর থেকেই একেবারে বিশেষ রূপ পেয়েছে এই ফুটবল ক্লাব। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক বিদেশি ফুটবলারদের এনে একেবারে সকলকে চমকে দিয়েছিল আই লিগের এই ক্লাব।

যাদের মধ্যে অন্যতম ছিলেন ব্রিটিশ তারকা পিটার হার্টলি। কয়েক বছর আগেই ইন্ডিয়ান সুপার লিগের দাপিয়ে খেলেছিলেন এই ব্রিটিশ তারকা। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি তার পা থেকে গোলের দেখাও মিলেছে বহুবার। কিন্তু পরবর্তীতে জামসেদপুর এমনকি ইন্ডিয়ান সুপার লীগ ছেড়ে নিজের দেশেই ফিরে গিয়েছিলেন হার্টলি। তবে এবার ভারতে কাম ব্যাক করি খেলছেন দ্বিতীয় ডিভিশন টুর্নামেন্ট তথা আইলীগে। সেই সাথে দেশীয় ফুটবলারদের মধ্যে রয়েছেন ইমামি ইস্টবেঙ্গল দলের প্রাক্তন তারকা সুমিত পাসি। উল্লেখ্য, প্রাক্তন ভারতীয় দলের কোচ স্টিফেন কনস্টান্টাইন লাল হলুদের দায়িত্বে থাকাকালীন তার যথেষ্ট প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন এই সুমিত পাসি। এছাড়াও রয়েছেন প্রাক্তন গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য।

তবে ব্যাপক প্রত্যাশা নিয়ে আইলিগ অভিযান শুরু করলেও এখনো পর্যন্ত আশানুরূপ ফল করতে ব্যর্থ থেকেছে বারাণসী এই ফুটবল ক্লাব। এগারো ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আই লিগের পয়েন্ট টেবিলের ৮ নম্বরে রয়েছে ইন্টার কাশি। যা দেখে কার্যত হতাশ ম্যানেজমেন্ট। তবে এবারের উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়েই বড় চমক দিল এই ফুটবল দল। এবার স্পেনের জাতীয় দলের হয়ে খেলা এক ফুটবলারকে সাইন করালো ভারতের নয়া ফুটবল ক্লাব। তিনি ফ্রান গোমেজ।

একটা সময় তিনি স্পেনের অনূর্ধ্ব ১৬ দলের হয়ে মাঝমাঠ সামলেছেন ব্যাপকভাবে। এমনকি তার গোলেরও সুযোগ রয়েছে একাধিকবার। তাই সব দিক খতিয়ে দেখেই তাকে নিজেদের দলে টেনে নিয়েছে ইন্টারকাশি। কিন্তু তার এই আগমন দলের ক্ষেত্রে আদৌ কতটা সুখকর থাকে এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন।