Transfer Window: জনপ্রিয় ফুটবল দলে সই করলেন লাল-হলুদের রবীন সিং

Transfer Window:একটা সময় দেশের উদীয়মান ফুটবল তারকাদের মধ্যে অন্যতম হিসেবে গন্য হতেন রবিন সিং। নিজের সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন ইস্টবেঙ্গলের জার্সিতে।

Rabin Singh of East Bengal

Transfer Window:একটা সময় দেশের উদীয়মান ফুটবল তারকাদের মধ্যে অন্যতম হিসেবে গন্য হতেন রবীন সিং। নিজের সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন ইস্টবেঙ্গলের জার্সিতে। তারপর এক নাগাড়ে খেলে গিয়েছেন ৩টে বছর। প্রথম মরশুমেই মাঠে নেমে করেছিলেন ১৮টি গোল। তারপর দ্বিতীয় মরশুমে ও ধরে রাখেন সেই একই পারফরম্যান্স। পাশাপাশি কলকাতা ডার্বিতে ও অনবদ্য পারফরম্যান্স করে সমর্থকদের নয়নের মনি হয়ে উঠেছিলেন এই পাঞ্জাবি ফুটবলার।

পরবর্তীতে এটিকে, পুনে সিটি, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি সহ শক্তিশালী বেঙ্গালুরু এফসি দলের হয়েও খেলেছেন এই তারকা। তবে সেখানেই শেষ নয়। জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েও খেলেছেন মোট ৩০ টি ফুটবল ম্যাচ। কিন্তু সময়ের সাথে সাথে সকলের ফোকাসের বাইরে চলে যান এই তারকা ফুটবলার। বলতে গেলে বহুদিন হতে চলল, সমস্ত প্রচারের বাইরে রয়েছেন তিনি। একটা সময় অস্ট্রেলিয়ান তারকা টোলগে ওজবের সঙ্গে লাল-হলুদ জার্সিতে ঝড় তুলে দিলেও শেষ পর্যন্ত সেই দূরন্ত ক্যারিয়ার ধরে রাখা সম্ভব হয়নি এই পাঞ্জাবি ফুটবলারের।

বহুদিন হতে চলল, আইএসএলের পাঠ চুকিয়ে আইলিগে ফিরে গিয়েছেন রবিন সিং। প্রথমে রিয়াল কাশ্মীরে খেলার পর পরবর্তী সময় রাউন্ডগ্লাস পাঞ্জাবে যোগদান করেন এই তারকা ফুটবলার। শেষ ফুটবল মরশুম খেলে গিয়েছেন দ্বিতীয় ডিভিশনের ক্লাব বেঙ্গালুরু এসসিতে। ফের দলবদল। এবার আইলিগের শক্তিশালী ফুটবল ক্লাব শ্রীনিধি ডেকান দলের জার্সিতে মাঠে নামবেন রবিন সিং। হ্যাঁ একেবারেই ঠিক পড়লেন। শ্রীনিধি ডেকান। নতুন ফুটবল মরশুমের কথা ভেবে বিদেশি কোচ কার্লোস ভাজ পিন্টোকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। যারফলে, কলোম্বিয়ার তারকা ফুটবলার ডেভিড কাস্তানেদার সঙ্গে জুঁটি বাঁধবেন এই তারকা ফুটবলার।

সেইসাথে এবার এই নয়া ফুটবল দলে যুক্ত হয়েছেন নাইজেরিয়ান তারকা উগানা লুইস। মিডো হিসেবে রয়েছেন রিলোয়ান হাসান। পাশাপাশি দলের ডিফেন্সকে মজবুত করতে ঘানাইয়ান ডিফেন্ডার মহম্মদ আওয়াল ও সাইন করেছেন এই ফুটবল দলে। তাদের সাথে রবিন সিংয়ের মতো খেলোয়াড়ের আগমন দলকে যে আরও কয়েকগুণ শক্তিশালী করবে তা কিন্তু বলাই চলে।