সকাল থেকেই নামছিল অক্সিজেন মাত্রা, দুুপুরের পর বিপজ্জনক পরিস্থিতি বুদ্ধবাবুর

বরাবর বলেন আমার জন্য যেন অন্যের অসুবিধা না হয়। এর আগেও যতবার অসুস্থ হয়েছেন ততবারই এমন বলেছিলেন। এবার অসুস্থতার মাত্রা বেশি বলছেন চিকিৎসকরা। গুরুতর অসুস্থ…

বরাবর বলেন আমার জন্য যেন অন্যের অসুবিধা না হয়। এর আগেও যতবার অসুস্থ হয়েছেন ততবারই এমন বলেছিলেন। এবার অসুস্থতার মাত্রা বেশি বলছেন চিকিৎসকরা। গুরুতর অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পরিবার সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। রক্তে অক্সিজেনের পরিমাণও অনেক কমে গিয়েছে।

শনিবার সকাল থেকেই অসুস্থতা বাড়ছিল বুদ্ধবাবুর। তবে তড়িৎ কোনও সিদ্ধান্ত নেননি তার পরিবারের সদস্যরা। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি দেখে তারা আর ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেন। দক্ষিণ কলকাতা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতালে আসেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য এবং কন্যা সুচেতনা। হাসপাতাল সূত্রে খবর, তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৭০-এর নেমে গিয়েছে।

আইসিইউতে ভর্তি করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতা বাড়ছিল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বলেই জানা গিয়েছে। এতদিন বাড়িতেই চলছিল চিকিৎসা। তবে এদিন তাঁর শরীরের স্যাচুরেশন নামতে শুরু করে। তিনি দীর্ঘদিনের সিওপিডি রোগী, এরপর বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

গ্রিন করিডরের প্রস্তুতি করা হয়েছে পুলিশের তরফের থেকে তাঁকে যাতে দ্রুত হাসপাতালে নিয়ে আসা যায়। পুলিশের তরফে ব্যপক নিরাপত্তা দেওয়া হচ্ছে।

১৯৭৭-৮২ : পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন এবং এই বিভাগ পরে তথ্য ও সংস্কৃতি বিভাগ নামে পরিচিত হয়

১৯৮৭-৯৬ : মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ, স্থানীয় শাসন, পৌর ও নগরোন্নয়ন বিভাগ

১৯৯১-৯৩ : ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পুর ও নগর উন্নয়ন বিভাগ (অগ্নি নির্বাপণ পরিষেবা বাদে)

১৯৯৪ : ভারপ্রাপ্ত মন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ

১৯৯৬ : ভারপ্রাপ্ত মন্ত্রী, স্বরাষ্ট্র (আরক্ষা) বিভাগ, তথ্য ও সংস্কৃতি বিভাগ, তথ্য প্রযুক্তি বিভাগ

১৯৯৯ : উপ-মুখ্যমন্ত্রী

নভেম্বর ৬, ২০০০ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন

মে ১৮, ২০০১ : ত্রয়োদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন

মে ১৮, ২০০৬ : চতুর্দশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী

মে ১৯, ২০১১ : পঞ্চদশ পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনে পরাজিত হয়ে মুখ্যমন্ত্রী থেকে পদত্যাগ করেন