Transfer window: গুরুতর চোট পেয়েছেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) পঞ্জাবী স্ট্রাইকার মনবীর সিং। এর জেরে ইতিমধ্যে বেশ কিছু সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি। অবশ্য মনবীরকে স্ট্রাইকারের তুলনায় উইংগার পজিশনে ব্যবহার করতেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। তাই স্বাভাবিক ভাবেই মনবীর চোট পাওয়ায় সবুজ-মেরুন ব্রিগেডের রাইট উইং পজিশন টা বেশ দূর্বল হয়ে পড়েছে বর্তমানে।
ফুটবল বডি কন্ট্যাক্ট গেম। এক্ষেত্রে চোটাঘাত লাগাটা অত্যন্ত সাধারণ একটি ব্যাপার। কিন্তু একজন নির্দিষ্ট পজিশনের ফুটবলারের কোনও বিকল্প না রেখে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট যে বিরাট ভুল করে ফেলেছে, সেটা বলাই বাহুল্য। এরপর মনবীর সুস্থ হয়ে উঠে শুরু থেকেই যে চেনা ছন্দে খেলতে পারবেন সেটা বলা যাচ্ছে না। তাই মনবীর পরিচিত ছন্দে খেলতে না পারলে মারাত্মক চাপের মুখে পড়বে সবুজ মেরুন ব্রিগেড।
এমন একটি পরিস্থিতিতে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে মনবীরের বিকল্প হিসেবে একজন রাইট উইংগার কে দলে নিতেই হবে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কে। এক্ষেত্রে সবুজ মেরুন সমর্থকরা চাইছেন কোচ ফেরান্দো জ্যাকিচাঁদ সিং-কে নিয়ে আসুক পরিস্থিতি সামাল দিতে।
তিরিশ বছর বয়সী জ্যাকিচাঁদ সিং বর্তমানে খেলেন মুম্বাই সিটি এফসি। অবশ্য তাকে তার ক্লাব আইএসএলের জন্যে রেজিস্টার্ড করাইনি।গত মরশুমে ইস্টবেঙ্গলে খেলার সময় চোট পেয়েছিলেন জ্যাকি। হয়তো সেই কারণে জ্যাকি এখনও পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে পারেননি। তাই তিনি কতোটা ম্যাচ ফিট,সেটা নিয়ে প্রশ্ন তো উঠবেই। তাই জ্যাকিচাঁদের ফিটনেস সম্পর্কে কোনও নির্দিষ্ট ধারণা না রেখে তাকে দলে খুব বিশেষ একটা লাভ হবে বলে মনে হয়না এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের। এর থেকে আরো কার্যকর ভূমিকা পালন করতে পারে মুম্বই সিটি এফসির বিক্রম প্রতাপ সিংকে দলে নেওয়াটা।