Ukraine War: ইউক্রেনীয় সেনার হামলায় গুলিবিদ্ধ প্রাক্তন রুশ উপ-প্রধানমন্ত্রী

ঘিরছে ইউক্রেনের সেনা। পিছু হটছে রাশিয়া। দুপক্ষের গুলির লড়াই চলছে। ইউক্রেনের (Ukraine War) সেনাবাহিনীর অভিযানে গুলো হলেন প্রাক্তন রুশ উপ-প্রধানমন্ত্রী। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র…

Ukrainian Shelling Injures Russia's Former Deputy PM In Donetsk

ঘিরছে ইউক্রেনের সেনা। পিছু হটছে রাশিয়া। দুপক্ষের গুলির লড়াই চলছে। ইউক্রেনের (Ukraine War) সেনাবাহিনীর অভিযানে গুলো হলেন প্রাক্তন রুশ উপ-প্রধানমন্ত্রী।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা যেমন হচ্ছে। তেমনই রুশ দখলে থাকা ডোনেটস্ক পুনরুদ্ধারে অভিযানে নেমেছে ইউক্রেনের সেনা। ইউক্রেন বাহিনীর গোলাবর্ষণে রুশ প্রশাসনের দুই উচ্চপদস্থ কর্মকর্তা গুরুতর জখম।

রুশ সংবাদসংস্থা তাস জানাচ্ছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম উপদেষ্টা ও প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন একটি হোটেলে বৈঠক করছিলেন। সেই সময় হঠাৎ ইউক্রেন বাহিনীর শেল আছড়ে পড়ে। এতে রোগোজিন সহ ডোনেটস্কের প্রধান প্রশাসক রোগজিন ও ভিটালি খোতসেনকো গুরুতর জখম হন।

প্রাক্তন রুশ উপ-প্রধানমন্ত্রী রোগোজিন রাশিয়ার অধিকৃত ডোনেটস্ক অঞ্চলের সামরিক উপদেষ্টার দায়িত্বে আছেন। তিনি জখম এই সংবাদে মস্কো উদ্বিগ্ন। ইউক্রেনের মাটিতে রাশিয়ার সেনা অভিযান নিয়ে সরকারের অভ্যন্তরেই প্রবল সমালোচনায় পুতিন। রুশ সেনার বিপুল ক্ষতি হয়েছে। বিশ্বের অন্যতম শক্তিশালী রুশ সেনা। তাদের অভিযান পরিচালনা নিয়ে উঠছে প্রশ্ন। সমর বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনে অভিযান রুশ সেনার অভ্যন্তরীণ দূর্বলতাগুলি আরও স্পষ্ট হচ্ছে।