Transfer window: দীর্ঘমেয়াদি চুক্তিতে বেঙ্গালুরুতে চিংলেসানা, কতদিন থাকছেন তিনি?

বর্তমানে প্রায় শেষের দিকে উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer window)। এটিকে কাজে লাগিয়েই নিজেদের সমস্ত ভুলভ্রান্তি শুধরে নিতে চাইছে আইএসএল ও আই লীগের দলগুলি। ময়দানে দুই…

Chinglensana Singh

বর্তমানে প্রায় শেষের দিকে উইন্টার ট্রান্সফার উইন্ডো (Transfer window)। এটিকে কাজে লাগিয়েই নিজেদের সমস্ত ভুলভ্রান্তি শুধরে নিতে চাইছে আইএসএল ও আই লীগের দলগুলি। ময়দানে দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টাস দলের পাশাপাশি আইএসএলের অন্যান্য শক্তিশালী ক্লাব গুলি তথা বেঙ্গালুরু হোক কিংবা মুম্বাই, গোয়া সকলেই নিজেদের খামতি গুলি শুধরে নিতে কাজে লাগাতে চাইছে এই উইন্ডো।

সেক্ষেত্রে ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশী ফুটবলারদের দিকেও নজর ছিল সকলের। বিশেষ করে ভারতীয় ফুটবলারদের মধ্যে সবথেকে বেশি উঠে আসতে শুরু করে হায়দরাবাদ এফসির অন্যতম দাপুটে ফুটবলার চিংলেসানা সিংয়ের কথা। বলতে গেলে এই দাপুটে ফুটবলারকে দলে নেওয়ার ক্ষেত্রে আসরে নেমে যায় টুর্নামেন্টের একাধিক ফুটবল ক্লাব।

যাদের মধ্যে ময়দানে দুই প্রধান তথা মোহনবাগান ইস্টবেঙ্গল দলের পাশাপাশি বেঙ্গালুরু এফসি ও মুম্বাই সিটি এফসির নাম উঠে আসতে থাকে প্রবলভাবে। তবে কিছু সময় পরেই একটা সময় সবাইকে পিছনে ফেলে সানাকে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্টস ফুটবল দল।

একাধিক সূত্র মারফত শোনা যাচ্ছিল, আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো সবুজ-মেরুন সাইন করবেন মনিপুরের এই ডিফেন্ডার। কিন্তু সময় যত এগিয়েছে বদলাতে থাকে গোটা পরিস্থিতি। পরবর্তীতে অধিক সক্রিয়তা দেখাতে শুরু করে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

এবার চিংলেসানা সিংকে এবার চূড়ান্ত করে ফেলল বেঙ্গালুরু এফসি। যারফলে, মরশুমের বাকি ম্যাচগুলো বেঙ্গালুরুর জার্সিতে খেলবেন তিনি। যা নিঃসন্দেহে বড়সড় স্বস্তি দলের অন্দরে। তবে শুধু এই মরশুম নয়। আগামী ২০২৮-২৯ মরশুমের শেষ পর্যন্ত সুনীলদের দলের সঙ্গে থাকবেন এই দাপুটে তারকা।