INDIA: গোবলয়ে চমক! এক ধাক্কায় ১৬ আসনে ‘ইন্ডিয়া’ প্রার্থী, লখনউ-দিল্লি সরগরম

শৈত্য প্রবাহে কাঁপছে উত্তর ও পশ্চিম ভারত। তবে রাজনৈতিক হাওয়া গরম গোবলয়-উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে। বিহারে ইন্ডিয়া থেকে এনডিএ সরকার হয়ে গেছে। আর ঝাড়খণ্ডের অ-বিজেপি…

SP fields Dimple Yadav from Mainpuri in LS 2024

শৈত্য প্রবাহে কাঁপছে উত্তর ও পশ্চিম ভারত। তবে রাজনৈতিক হাওয়া গরম গোবলয়-উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডে। বিহারে ইন্ডিয়া থেকে এনডিএ সরকার হয়ে গেছে। আর ঝাড়খণ্ডের অ-বিজেপি সরকার ঘিরছে ইডি। এরমধ্যে একঝটকায় ১৬টি আসনে INDIA প্রার্থী।

উত্তরপ্রদেশর বিরোধী দল সমাজবাদী পার্টির প্রথম দফার প্রার্থী ঘোষণা হলো। এই দল ইন্ডিয়ার অন্যতম বড় শরিক। সপা প্রধান ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্বাক্ষরিত তালিকায় দেখা যাচ্ছে মৈনপুরী থেকে লড়াই করছেন ডিম্পল যাদব। তিনি অখিলেশের স্ত্রী ও বর্তমান সাংসদ।

এক ঝটকায় ১৬টি আসনে প্রার্থী দিয়ে ইন্ডিয়া জোটের শরিক দল সমাজবাদী পার্টি চমকে দিয়েছে এনডিএ তথা উত্তর প্রদেশের শাসক দল বিজেপিকে। কংগ্রেস ও আরএলডির সাথে সপা আসন ভাগ করবে।

লোকসভা ভোটে নিজেকে প্রথম প্রার্থী ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের ISF-বাম জোটের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেছেন, তৃণমূলের সাধারন সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন। লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া শরিকদের মধ্যেই ভোট যুদ্ধে আছে তৃণমূল বনাম বাম ও কংগ্রেস জোট।