Transfer Window: খেতাব জয়ী কোচকে ISL ক্লাবের খোলা বার্তা

এবারের ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) ভারতীয় ফুটবলে অনেক ঘটনা ইতিমধ্যে ঘটেছে।

Owen Coyle

এবারের ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) ভারতীয় ফুটবলে অনেক ঘটনা ইতিমধ্যে ঘটেছে। ভারতীয় ফুটবলারদের দল বদল, হাই প্রোফাইল বিদেশি ফুটবলারের আগমণ, কোচ বদল, কোচিং স্টাফ বদল… কিছুই যেন বাদ যাচ্ছে না। এবার ভারতীয় ফুটবলে খেতাব জয়ী এক কোচকে খোলা বার্তা দিল ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব।

ইন্ডিয়ান সুপার লীগ তথা ভারতীয় ফুটবল আঙিনায় অন্যতম জনপ্রিয় ও সফল কোচ ওয়েন কয়েল। তিনি ফের ভারতে ফিরে আসছেন বলে অনেকে মনে করছেন। এরই মধ্যে চেন্নাইয়িন এফসির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট জল্পনা বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। ওয়েন কয়েলের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে লেখা হয়েছে, আপনার জন্য ক্লাবের দরজা সব সময় খোলা রয়েছে।

চেন্নাইয়িন এফসির এহেন সোশ্যাল মিডিয়া পোস্ট ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হতে শুরু করে। পোস্টের কমেন্টে অনেকে প্রকাশ্যেই সেটা লিখেছেন। পোস্টের কমেন্টে বক্সে কেউ লিখেছেন, ” ক্লাবের অন্দরে নিশ্চই কিছু একটা চলছে।” ক্লাবের অন্দরে কিছু একটা যে চলছে সেটা আগেই আঁচ করা গিয়েছিল। নতুন মরসুমের জন্য ইতিমধ্যে বেশ মজবুত দল গঠন করে ফেলেছে দক্ষিণ ভারতীয় এই ক্লাব। খাতায় কলমে স্কোয়াড বেশ ব্যালান্সড। দলের সঙ্গে যুক্ত করা হয়েছে ভালো মানের, পরীক্ষিত বিদেশি ফুটবলার।

ওয়েন কয়েলের কোচিং-এ ইন্ডিয়ান সুপার লীগে অন্যতম সেরা পারফরম্যান্স করেছিল চেন্নাইয়ের এই ফ্র্যাঞ্চাইজি ক্লাব। দলকে টুর্নামেন্টের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন তিনি। জামশেদপুর এফসির হয়ে জিতেছেন শিল্ড। এরপর বদল করেছিলেন ক্লাব। কুইন্স পার্ক থেকে সম্প্রতি সরে দাঁড়িয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তাই মনে করা হচ্ছে যে ওয়েন আবার ভারতের ফিরে আসছেন।