Transfer Window: মোহনবাগানের থেকেও বড় চমক দিতে চলেছে বেঙ্গালুরু এফসি!

চমকের শেষ নেই। চলতি ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) নিজেদের প্রতিপক্ষকে দলকে টেক্কা দিতে যেন উঠে পড়ে লেগেছে প্রতিটি ক্লাব।

Keziah Veendorp

চমকের শেষ নেই। চলতি ট্রান্সফার উইন্ডোতে (Transfer Window) নিজেদের প্রতিপক্ষকে দলকে টেক্কা দিতে যেন উঠে পড়ে লেগেছে প্রতিটি ক্লাব। এখনও পর্যন্ত বোধহয় সব থেকে বড় চমক দিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। সম্প্রতি যা জল্পনা তাতে মনে হচ্ছে বেঙ্গালুরু এফসিও বড় মাছ জালে তুলতে চলেছে।

সম্প্রতি ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে গুঞ্জন, Keziah Veendorp নামের এক ফুটবলারের সঙ্গে কথা চালাচ্ছে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব বেঙ্গালুরু এফসি। কে এই Keziah Veendorp, কেনই-বা তাকে নিয়ে এতো আলোচনা চলছে ভারতীয় ফুটবল প্রেমীদের মধ্যে?

Keziah Veendorp আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাদের মধ্যে হয়তো পরিগণিত হবেন না। কিন্তু এই ফুটবলারের প্রোফাইলের সঙ্গে ইন্ডিয়ান সুপার লীগের তুলনা করলে বোঝা যাবে কেন এত হইচই। নেদারল্যান্ডসের এই ফুটবলারের বয়স মাত্র ২৬ বছর। রয়েছেন নিজের সেরা ফর্মে। ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হলে নিজের কেরিয়ারের প্রাইম আসবেন এই ডাচ ফুটবলার। খেলেন নেদারল্যান্ডসের সর্বোচ্চ ফুটবল লীগ Eredivisie-এ। যারা আন্তর্জাতিক ফুটবল দেখেন বা ফলো করেন তারা জানেন না ডাচ ফুটবল লীগ Eredivisie এর খ্যাতি কতটা। সেই লীগের অন্যতম ধারাবাহিক এক ফুটবলারের সঙ্গে নাকি কথা চালাচ্ছে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব বেঙ্গালুরু এফসি।

রক্ষণভাগে খেলেন Keziah Veendorp। মূলত একজন সেন্ট্রাল ব্যাক, উচ্চতা ৬ ফুটের বেশি। খেলেন FC Emmen নামের ক্লাবে। এখানে প্রায় দেড়শোটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। জেসন কামিংসকে সই করিয়ে সাড়া ফেলে দিয়েছিল মোহন বাগান সুপার জায়ান্ট। কেজিয়া কি ভারতে আসবেন? আপাতত অপেক্ষা।