Transfer Update: আইলিগের এই তারকা ফুটবলারকে দলে টানছে পাঞ্জাব

Transfer Update: আগত হিরো আইএসএলের কথা মাথায় রেখে ঘর গোছানোর কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে প্রত্যেকটি দল। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচিত করার ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় থেকেছে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি।

East Bengal FC Eyes Acquisition of Melroy Assisi from Rajasthan United

Transfer Update: আগত হিরো আইএসএলের কথা মাথায় রেখে ঘর গোছানোর কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছে প্রত্যেকটি দল। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলার নির্বাচিত করার ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় থেকেছে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি। এক্ষেত্রে বেঙ্গালুরু এফসির পাশাপাশি এফসি গোয়ার মতো দল গুলির সক্রিয়তা ছিল অনেক আগে থেকেই। সময় এগোনোর সাথে সাথে আসরে নামে মুম্বাই সিটি এফসি, ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে মোহনবাগান সুপারজায়ান্টস।

তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে দল বদলের বাজারে যথেষ্ট প্রভাব বিস্তার করেছে গতবারের আইলিগ জয়ী দল পাঞ্জাব এফসি। গত কয়েকদিন আগেই দলের নতুন লোগো ও নাম প্রকাশ করা হয় তাদের তরফে। পূর্বে রাউন্ডগ্লাস পাঞ্জাব হিসেবে বিবেচিত হলেও এবার থেকে পাঞ্জাব এফসি নাম নিয়েই আইএসএল খেলবে এই দল।

তবে শুধু লোগো বদল করেই নয়। দল গঠনের ক্ষেত্রে ও এবার বড়সড় চমক দিতে চলেছে পাঞ্জাবের এই ফুটবল ফ্রাঞ্চাইজি। গত কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল, এফসির গোয়া দলের প্রাক্তন তারকা এডু বেদিয়াকে নাকি চূড়ান্ত করতে চলেছে পাঞ্জাব। সেইমতো কথাবার্তা ও নাকি অনেকটা দূর এগিয়ে গিয়েছে দুইপক্ষের।

তাই সব ঠিকঠাক থাকলে আসন্ন ফুটবল সিজেনে পাঞ্জাব দলের জার্সিতে ধরা দিতে পারেন এই স্প্যানিশ তারকা। একটা সময় সার্জিও লোবেরার হাত ধরে গোয়া দলে এসেছিলেন এডু বেদিয়া। পরবর্তী সময় দলের কোচ বদল হলেও এডু কে সামনে রেখেই দল বানিয়েছে সকলে। তবে এবার হায়দরাবাদ দলের আইএসএল জয়ী কোচ মানালো মার্কুজের নির্দেশ মতো খেলোয়াড় বাছাই করছে ম্যানেজমেন্ট। যেখানে ঠাঁই হয়নি এই তারকা ফুটবলারের।

সেই সুযোগ কে কাজে লাগিয়েই এই অভিজ্ঞ ফুটবলার কে দলে টানতে চায় পাঞ্জাব। তবে সেখানেই শেষ নয়। এবার উঠে আসছে আরও এক নতুন নাম। বিশেষ সূত্র মারফত খবর, নয়া মরশুমের কথা মাথায় রেখে এবার নাকি মেলরয় অ্যাসিসি কে দলে টানছে আইএসএলের এই নতুন দল। শেষ মরশুমে আইলিগের রাজস্থান ইউনাইটেডে ছিলেন এই সেন্টার ব্যাক। পূর্বে একটি বছর চেন্নাইন এফসিতে থাকলেও খুব একটা সুযোগ পাননি এই ফুটবলার।

যারফলে ফিরে গিয়েছিলেন আইলিগে। সেখান থেকেই এবার কামব্যাক করতে চলেছেন আইএসএলে। তবে এই ভারতীয় ফুটবলার কে দলে নেওয়ার ক্ষেত্রে একটা সময় কেরালা ব্লাস্টার্স ব্যাপক আগ্ৰহ দেখালেও পরবর্তীতে কথাবার্তা আর সেরকম এগোয়নি দুই পক্ষের মধ্যে। বর্তমানে এই তরুণ প্রতিভাবান কে দলে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গতবারের আইলিগ জয়ী দল।