Mohun Bagan: দল হিসেবে হেরেছি, দল হিসেবেই ঘুরে দাঁড়াব: শুভাশীষ

ঘরের মাঠে চেন্নাইন এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়েছে মোহনবাগান ( Mohun Bagan) সুপার জায়ান্ট। শেষ মুহুর্তের গোলে ২-৩ গোলে হেরেছে বাগান। লিগ শিল্ড জয়ের দৌড়ে…

Subhasish Bose

ঘরের মাঠে চেন্নাইন এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়েছে মোহনবাগান ( Mohun Bagan) সুপার জায়ান্ট। শেষ মুহুর্তের গোলে ২-৩ গোলে হেরেছে বাগান। লিগ শিল্ড জয়ের দৌড়ে মোহনবাগানের জন্য এই ম্যাচ ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। সবুজ মেরুন অধিনায়ক শুভাশীষ বসু জোর দিয়ে বলেছেন, “দল হিসেবেই আমরা ঘুরে দাঁড়াবো আবার।”

চেন্নাইয়িন এফসি ম্যাচ প্রসঙ্গে খোলাখুলি আলোচনা করেছেন শুভাশীষ। কোথায় ভুল হয়েছে সে কথাও জানিয়েছেন নিজের মুখে। “চেন্নাইন এফসির বিপক্ষে আমরা কিছু ভুল করেছি, তাই ম্যাচটা জিততে পারিনি। আইএসএল লিগ শিল্ড জয় করার জন্য আমাদের হাতে আরও তিনটি ম্যাচ রয়েছে। দল হিসেবে আমরা শেষ তিন ম্যাচ জেতার চেষ্টা করবো”, বলেছেন শুভাশীষ।

“প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফুটবলে দল কখনো জিতবে, কখনো হারবে। কিন্তু সত্যি বলতে ঘরের মাঠে এমন ফল আমরা আশা করিনি। প্রত্যেক খেলোয়াড়ই তাদের শতভাগ দিয়েছেন। আমরা দল হিসেবে হেরেছি, দল হিসেবেই আবার ফিরে আসবো।”

এরপর তিনি আরও বলেছেন, “আমি আমাদের সমর্থকদের জন্য দুঃখিত। তাঁরা বিপুল সংখ্যায় আমাদের সমর্থন করতে এসেছিলেন। আমাদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ। আশা করছি বাকি ম্যাচগুলো জিতে আমরা আইএসএল লিগ শিল্ড কলকাতায় নিয়ে আসতে পারব এবং সমর্থকদের সঙ্গে উৎসব উদযাপন করতে পারব।”

“কলকাতার আবহাওয়া কিছুটা গরম এবং আর্দ্র ছিল। এরকম পরিবেশের সঙ্গে খেলোয়াড়রা সম্ভবত ভালভাবে মানিয়ে নিতে পারেননি… ম্যাচের একটা সময় আমরা চালকের আসনে ছিলাম। কিন্তু আমাদের ইন্টেন্সিটির অভাব ছিল এবং গোল হজম করেছি। আগামী ম্যাচে এই ভুলগুলি সংশোধন করার চেষ্টা করব এবং সামনের ম্যাচগুলিতে আরও জোরালো ও ইতিবাচকতা মানসিকতা নিয়ে মাঠে নামার চেষ্টা করব।”