পরপর গোল করে দলকে জেতালেন মোহনবাগানের প্রাক্তন দুই ফুটবলার

কলকাতা ফুটবল লীগে টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচ। হেভিওয়েট ভবানীপুর স্পোর্টিং ক্লাব (Bhawanipur Sporting Club) শেষ দুই কোয়ার্টারে দাপটের সঙ্গে খেলে আদায় করে নিল পুরো পয়েন্ট।

Bhawanipur Sporting Club

কলকাতা ফুটবল লীগে টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচ। হেভিওয়েট ভবানীপুর স্পোর্টিং ক্লাব (Bhawanipur Sporting Club) শেষ দুই কোয়ার্টারে দাপটের সঙ্গে খেলে আদায় করে নিল পুরো পয়েন্ট। ম্যাচের শেষে দলের ফুটবলারদের পিঠ চাপড়ে দিলেন ভবানীপুরের কোচ রঞ্জন চৌধুরী।
শুক্রবার দমদম সুরের মাঠে ছিল কলকাতা ফুটবল লীগের গুরুত্বপূর্ণ ম্যাচ। মুখোমুখি হয়েছিল এরিয়ান এবং ভবানীপুর স্পোর্টিং ক্লাব।

ম্যাচের শুরুতে ফেভারিট ছিল ভবানীপুর। তাদের প্রথম একাদশের বেশিরভাগ নামকরা, ময়দানের পরিচিত মুখ। কিন্তু এক প্রকার অপ্রত্যাশিতভাবে ১-০ গোল এগিয়ে গিয়েছিল এরিয়ান। ম্যাচের ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন অচিন্ত্য ঘোষ। যদিও এই পেনাল্টি নিয়ে বিতর্ক রয়েছে।

   

বিরতির পর প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতে থাকে ভবানীপুর। পরিকল্পনায় কিছু বদল আনেন কোচ রঞ্জন চৌধুরী। মাঠে নামানো হয় শুভ ঘোষকে। এরই মধ্যে এরিয়ানের পক্ষে পেনাল্টি চাপ বাড়িয়েছিল ময়দানের অন্যতম নাম করা এই দলের ওপর। কিছুক্ষণ পর পেনাল্টি আদায় করে নেয় ভবানীপুর। ৮৯ মিনিটে ভবানীপুরকে সমতায় ফেরান পরিবর্ত হিসেবে মাঠে নামা শুভ ঘোষ। ম্যাচের একেবারে শেষ লগ্নে এসে ভবানীপুরের পক্ষে জয়সূচক গোল করলেন অভিজ্ঞ কিংশুক দেবনাথ। ভবানীপুরের পক্ষে ২-১ গোল শেষ হয় ম্যাচ।

ম্যাচের শেষে এদিনের জয়ের সমস্ত কৃতিত্ব ছেলেদের দিয়েছেন কোচ রঞ্জন চৌধুরী। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন দীর্ঘ মেয়াদী লীগে প্রতিটা পয়েন্ট কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এছাড়া ম্যাচের প্রথমার্ধে প্রত্যাশা না খেলার অন্যতম কারণ হিসেবে আবহাওয়ার কথা বলেছেন রঞ্জন। শুরুর দিকে গরম কিছুটা বেশি ছিল। বিরতির পর তাপমাত্রা কিছুটা গলায় গতি ফেরে খেলায়। সেই সঙ্গে পরিকল্পনায় কিছু বদল। শেষ মুহূর্তে ম্যাচ বের করে নিয়ে সুরের মাঠে স্বস্তিতে ভবানীপুর স্পোর্টিং ক্লাব।