Transfer Update: ভারতকে বিদায় জানাচ্ছেন তারকা স্ট্রাইকার

Transfer Update: সম্ভাবনা সত্যি হল। এফসি গোয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হল Álvaro Vázquez এর। শনিবার দুপুরে এফসি গোয়ার পক্ষ থেকে পাকাপাকিভাবে জানানো হয়েছে এই বিচ্ছেদ সংবাদ।

Álvaro Vázquez

Transfer Update: সম্ভাবনা সত্যি হল। এফসি গোয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন হল Álvaro Vázquez এর। শনিবার দুপুরে এফসি গোয়ার পক্ষ থেকে পাকাপাকিভাবে জানানো হয়েছে এই বিচ্ছেদ সংবাদ। আলভারো সম্ভবত স্পেনে ফিরে যাচ্ছেন।

ভারতীয় ফুটবলে প্রবেশ করা মাত্র সাড়া ফেলে দিয়েছিল Álvaro Vázquez। কেরালা ব্লাস্টার্সের হলুদ জার্সি গায়ে চাপিয়ে হয়ে উঠেছিলেন তারকা। ভারতীয় ফুটবল প্রেমীদের অনেকেই পছন্দ করতে শুরু করেছিলেন এই ফুটবলাররা। কিন্তু যতটা আশা করা হয়েছিল ততটা সাফল্য এনে দিতে পারেননি হাইপ্রোফাইল এই স্ট্রাইকার। ইন্ডিয়ান সুপার লীগে খেলে শেষ পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন Álvaro Vázquez।

২০২১-২২ মরসুমের জন্য তাকে দলে যুক্ত করেছিল কেরালা ব্লাস্টার্স। প্রায় ২৫ টি ম্যাচ খেলেছিলেন দক্ষিণ ভারতের এই ক্লাবটির হয়ে। দশের কম গোল করতে পেরেছিলেন। এরপর এফসি গোয়াতে যোগ দিয়েছিলেন। এখানে পারফরম্যান্স আরও খারাপ। পরিসংখ্যান অনুযায়ী সতেরো ম্যাচ খেলে করেছিলেন মাত্র একটি গোল। এই পরিস্থিতিতে Álvaro Vázquez এর সঙ্গে ক্লাবের বিচ্ছেদে এফসি গোয়া সমর্থকরা হয়তো খুব বেশি মন খারাপ করবেন না।

Álvaro Vázquez ভারতের খেলা অন্যতম হাইপ্রোফাইল ফুটবলার। স্পেনের প্রথম সারির বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। এসপানিওলের বি দল ও সিনিয়র দল, গেটাফে, সোয়ানসি সিটি, জারাগোজা, স্পোর্টিং গিজনের মতো ক্লাবে খেলেছেন নিজের সেরা সময়ে। এখন তিনি তিরিশের কোঠায়। সম্ভবত স্পেনে ফিরে যাবেন।