India-Newzealand ভারত দাঁড়িয়ে ইতিহাসের সন্ধিক্ষণে

Sports desk: প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের নির্ণায়ক নিউল্যান্ডস টেস্টে ভারত এগিয়ে ৭০ রানে।দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার হয়ে হাল ধরে রেখেছে চেতেশ্বর পূজারা ৯ এবং…

Sports desk: প্রোটিয়াদের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের নির্ণায়ক নিউল্যান্ডস টেস্টে ভারত এগিয়ে ৭০ রানে।দ্বিতীয় ইনিংসে টিম ইন্ডিয়ার হয়ে হাল ধরে রেখেছে চেতেশ্বর পূজারা ৯ এবং অধিনায়ক বিরাট কোহলি ১৪।কেএল রাহুল ১০ আর মায়াঙ্ক অগ্রবাল ৭ রানে আউট। কাগিসো রাবাদা এবং মার্কো জ্যানসেন একটি করে উইকেট পেয়েছে।

প্রোটিয়াদের প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহের ৫ উইকেট, ৪২ রানে।উমেস,সামি ২, শার্দূল ঠাকুর একটি উইকেট পেয়েছে। দক্ষিণ আফ্রিকার হয়ে কিগান পিটারসেন১৬৬ বলে ৭২ রান করে।টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতার কোপে চাপে পড়ে প্রোটিয়াদের মিডল অর্ডার।কাইল ভেরেইন রানের খাতা না খুলেই প্যাভিলিয়ন চলে আসে।বাভুমা ২৮ রানে আউট।

বুমরাহ দুই ওপেনার এএলগার এবং মার্করামকে অল্প রানে ফিরিয়ে দেয়।কেসব মহারাজ ২৫ রান করে উমেস যাদবের বলে আউট হয়।

মহম্মদ সামি একই ওভারে বাভুমা এবং ভেরেইনের উইকেট তুলে নিয়ে জোর ধাক্কা দেয়। প্রোটিয়া লোয়ার অর্ডার ভারতীয় বোলিং লাইন আপের মুখে হারিয়ে যায়।২১০ রানে অল আউট হয় দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে।

ভারত টসে জিতে ব্যাটিংর সিদ্ধান্ত নেয়।পূজারা ৪৩,বিরাট কোহলি ৭৯,রাহানে ৯,পন্থ ২৭ রান করে।

ভারতের প্রথম ইনিংসে রাবাদা ৪,জ্যানসেন ৩ এবং ওলিভার,এনগিদি, মহারাজ একটি করে উইকেট নিয়েছে।

ভারতের দ্বিতীয় ইনিংসে ক্যাপ্টেন কোহলি এবং পূজারার ওপর গুরু দায়িত্ব প্রোটিয়াদের বিরুদ্ধে বড় রানের লিড গড়ার। রানের পাহাড়ের মুখে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকা ব্যাটিং লাইন আপ চাপে পড়ে যাবে।আর ওই সুযোগকে কাজে লাগাতে পারে সামি,বুমরাহ সমৃদ্ধ ভারতীয় বোলিং লাইন আপ। এমনটা হলে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের অধরা খোয়াওয়াব হকিকৎর চেহারা নিতে পারে। তাই বিরাট কোহলি আর পূজারাকে ম্যাচিওর ক্রিকেট খেলতে হবে প্রোটিয়া বোলিং লাইন আপের বিরুদ্ধে।