লেস্টার সিটিতে যোগ দিলেন অর্জন সিং

বিদেশের মাটিতে ছড়িয়ে রয়েছেন ভারতীয় বশোদ্ভুত বহু মানুষ। যার মধ্যে সুনামের সঙ্গে খেলছেন ফুটবল। সম্প্রতি ভারতীয় বশোদ্ভুত এক উঠতি ফুটবলার যোগ দিলেন ইংল্যান্ডের নামকরা ক্লাব লেস্টার সিটিতে (Leicester City)।

Arjan Singh Raikhy

বিদেশের মাটিতে ছড়িয়ে রয়েছেন ভারতীয় বশোদ্ভুত বহু মানুষ। যার মধ্যে সুনামের সঙ্গে খেলছেন ফুটবল। সম্প্রতি ভারতীয় বশোদ্ভুত এক উঠতি ফুটবলার যোগ দিলেন ইংল্যান্ডের নামকরা ক্লাব লেস্টার সিটিতে (Leicester City)।

সম্প্রতি ভারতীয় ফুটবল প্রেমীদের আলোচনায় জায়গা করে নিয়েছেন Arjan Singh Raikhy। কুড়ি বছরের এই ফুটবলার সম্প্রতি লেস্টার সিটিতে সই করেছেন। অর্জন ব্রিটিশ শিখ পাঞ্জাবি পরিবারের ছেলে। তার জন্ম উলভারহ্যাম্পটনে। খেলেন মাঝমাঠে, ৬ ফুটের কাছাকাছি উচ্চতা। একাধিক ক্লাব থেকে নিয়েছেন ফুটবলের পাঠ। অ্যাস্টন ভিলা, ওয়েস্ট ব্রুম অ্যালবিয়নের যুব অ্যাকাডেমি থেকে উত্থান ভারতীয় বশোদ্ভুত এই মিডফিল্ডারের।

নিকটবর্তী অ্যাস্টন ভিলা একাডেমিতে যাওয়ার আগে রাইখি তার কৈশোরের প্রথম দিকে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নে খেলেছিলেন। ২০১৯-২০ মরসুমে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে নিয়মিত খেলার পর রাইখি কার্লাইল ইউনাইটেডের বিপক্ষে ইএফএল ট্রফিতে অ্যাস্টন ভিলা অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছিলেন। ম্যাচটা অবশ্য মনে রাখার মতো হয়নি।৩-১ গোলে পরাজিত হয়েছিল তার দল।

২০২১ সালের ২৪ মে ভিলার অনূর্ধ্ব -১৮ এফএ যুব কাপ স্কোয়াডের মূল খেলোয়াড় হিসেবে যুক্ত হয়েছিলেন Arjan Singh Raikhy। রাইখি ফাইনালে লিভারপুল অনূর্ধ্ব ১৮ কে ২-১ গোলে পরাজিত করা দলের অংশ ছিলেন।