Transfer News: আগামী মরশুমের কথা ভেবে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ঘর গোছানোর কাজ। এক্ষেত্রে প্রত্যেকদিনই কোনো না কোনো খেলোয়াড় কে চূড়ান্ত করে চমক দিচ্ছে ক্লাব গুলি। একদিকে যখন অজি তারকা জেসন কামিন্স কে চূড়ান্ত করে চমক দিতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস৷
অন্যদিকে মুম্বাই সিটি এফসির অধিনায়ক কে ছিনিয়ে এবার চমক দিল সার্জিও লোবেরার ওডিশা এফসি। আসলে গতকাল থেকেই শোনা যাচ্ছিল, যে এবার হয়ত মুম্বাই ছাড়তে পারেন মুর্তাজা ফল। ঠিক তেমনটাই ঘটল এবার। আজ সরকারিভাবে তা জানিয়ে দিলেন সেনেগালের এই তারকা সেন্টার ব্যাক।
যারফলে, গত তিন মরশুমের সম্পর্কের ভাঙন ধরিয়ে অন্য শহরে চলে যাচ্ছেন মুম্বাই সিটির এই প্রাক্তন অধিনায়ক। বলাবাহুল্য, গত ফুটবল মরশুমে দলের জার্সিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ফল। বলা যায়, তার বিশেষ সক্রিয়তার ফলেই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার পাশাপাশি এএফসি চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ পেয়েছে রনবীর কাপুরের মুম্বাই সিটি। প্রতিপক্ষের আক্রমণ কে বারংবার আটকে দিয়েছেন তিনি। প্রয়োজনে দলের হয়ে আক্রমণভাগে ও উঠে এসেছিলেন সেনেগালের এই ফুটবলার। কিন্তু আগামী নতুন দলে যাচ্ছেন মুর্তাজা ফল।
দিনকয়েক আগেই যেই দলের কোচ হিসেবে এসেছেন স্প্যানিশ তারকা সার্জিও লোবেরা। কিছু বছর আগে তার হাত ধরেই আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই সিটি এফসি। পূর্বে তার কাধে ভর করে সুপার কাপ জিতেছিল এফসি গোয়া। এবার তার হাতেই দেওয়া হয়েছে ওডিশার দায়িত্ব। তার কোচিংয়ে আদৌও কতটা মানিয়ে নিতে পারেন মুর্তাজা ফল, সেটাই দেখার।