Mohammedan SC: ফ্যাক্টর নয় বাঙ্কারহিল, দল গঠনে নতুন ভাবনা মহামেডানের

গত কয়েকমাস ধরেই ফের ইনভেস্টর ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে সাদা-কালো ব্রিগেড (Mohammedan SC)। যা নিয়ে চিন্তায় দলের সমর্থরা। উল্লেখ্য, গত বছর ফুটবল মরশুম শুরুর আগে ও একাধিক বিষয় কে কেন্দ্র করে বাঙ্কারহিলের সঙ্গে বিবাদে জড়িয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব।

Mohammedan SC

গত কয়েকমাস ধরেই ফের ইনভেস্টর ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে সাদা-কালো ব্রিগেড (Mohammedan SC)। যা নিয়ে চিন্তায় দলের সমর্থরা। উল্লেখ্য, গত বছর ফুটবল মরশুম শুরুর আগে ও একাধিক বিষয় কে কেন্দ্র করে বাঙ্কারহিলের সঙ্গে বিবাদে জড়িয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব।

তবে শেষপর্যন্ত উভয় পক্ষের আলোচনার মাধ্যমে অনেকটাই শান্ত হয়েছে পরিস্থিতি। কিন্তু বছর বছর কেন দেখা দেবে এমন পরিস্থিতি? তাহলে কি আর আগামী মরশুমে ক্লাবের দায়িত্বে থাকবে না বাঙ্কারহিল? তার উত্তর এখনো মেলেনি। এসবের মাঝেই এবার আগামী মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিল সাদা-কালো ব্রিগেড। তাহলে কি বিকল্প কোনো পন্থা অবলম্বন করতে চলেছেন মহামেডান কর্মকর্তারা?

এই প্রসঙ্গে একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে এক কর্তা বলেন, আগামীদিনে বাঙ্কারহিল চলে গেলেও খুব একটা প্রভাব পড়বে না ক্লাবের পরিকল্পনায়। ক্লাবের কর্তারা প্রত্যেকেই নিজেদের সমস্ত প্রচেষ্টার মাধ্যমে আগামী মরশুমের দল গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে ক্লাব সচিব ইস্তেয়াক আহমেদ রাজু বলেন, আমরা খুব ভালো দল বানাচ্ছি।

তাই সমর্থকদের হতাশ হওয়ার কোনো কোনো কারন নেই। আশা করি আগামী আইলিগে আমাদের ফল যথেষ্ট ভালো হবে। তাছাড়া আমাদের তরফ থেকে যেসমস্ত বিদেশি ফুটবলারদের দলে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল তাদের চারজনের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছে।

কিন্তু এসব করে এখনকার পরিস্থিতি মানিয়ে চলা কতটা সম্ভব? এই নিয়ে মহামেডান সচিব বলেন, এখনি আমাদের তরফ থেকে আইএসএল খেলা নিয়ে কিছু ভাবা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য আইলিগ ও ডুরান্ড কাপের মতো টুর্নামেন্ট গুলিতে যথেষ্ট ভালো ফলাফল করা। সেজন্য, যতটা পরিমাণ অর্থ খরচ করা প্রয়োজন তা জোগাড় করা সম্ভব। তাই ইনভেস্টর ইস্যু নিয়ে এখনো ডামাডোল পরিস্থিতি থাকলেও আগামী ফুটবল মরশুমে দলের ক্ষেত্রে যে খুব একটা প্রভাব পড়বে তা পরিষ্কার।