Transfer News: একই দিনে একের পর এক দুটি সই সংবাদ দেওয়ার হল ক্লাবের পক্ষ থেকে। দুজনেই গোলকিপার। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে দল গঠনের এই আপডেট।
দুই, এক মরসুম আগে ভারতীয় ফুটবল মহলে সাড়া ফেলে দিয়েছিল গোকুলাম কেরালা ফুটবল ক্লাব। গত মরসুমে নিজেদের সেই ধারাবাহিক ফর্ম তারা ধরে রাখতে পারেনি। বরং বাজিমাত করেছে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। আই লীগের খেতাব জিতে সরাসরি ইন্ডিয়ান সুপার লীগে খেলার যোগ্যতা অর্জন করেছে পাঞ্জাবের এই দল। নতুন মরসুমের নতুন আই লীগ অভিযানে স্কোয়াড মেরামত করে নিচ্ছে গোকুলাম কেরালা। ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে ইতিমধ্যে একাধিক ফুটবলারকে নিশ্চিত করেছে ক্লাব। শুক্রবার স্কোয়াডে নিবাগতদের তালিকায় আরও দুজন।
গোকুলাম কেরালা ফুটবল ক্লাব সই করিয়েছে তরুণ গোলরক্ষক বিশাল লামাকে। বিশাল বয়সে কম হলেও ভারতীয় ফুটবল মহলে নিজের জাত চিনিয়েছেন ইতিমধ্যে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েব সাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশাল লামার জন্ম পশ্চিমবঙ্গে, ২ অক্টোবর ২০০২ সালে। মুম্বই সিটি এফসি, গ্যাংটক হিমালয়ান স্পোর্টিং ক্লাবের মতো নামকরা কিছু জায়গার সঙ্গে অতীতে যুক্ত ছিলেন তিনি। তবে শিলং লাজংয়ের হয়ে খেলে অনেকটা পরিচিতি পেয়েছিলেন। এবার খেলবেন গোকুলাম কেরালা ফুটবল ক্লাবে।
Welcome aboard, Bishal Lama! 🙌 Our newest addition to GKFC, a young Indian talent ready to defend our goal and make his mark. Let's write history together! ⚽️🧤
#GKFC #Malabarians #Newsignings pic.twitter.com/rE2XNWjugb
— Gokulam Kerala FC (@GokulamKeralaFC) July 13, 2023
একই সঙ্গে ক্লাব জানিয়েছে বিসর্জিত সিংয়ের আগমনের কথা। বিশালের মতো ইনিও একজন গোলকিপার। বয়স ৩১। ভারতের একাধিক ক্লাবের খেলার অভিজ্ঞতা ইতিমধ্যে তিনি অর্জন করেছেন। ট্রাউ, নেরোকো ফুটবল ক্লাবে দায়িত্ব পালন করেছেন মণিপুরের এই ফুটবলার।
The last line of defense just got stronger! Join us in welcoming Bishorjit Singh, the agile and skilled goal keeper from Manipur, to our GKFC squad 🤩✊
#GKFC #Malabarians pic.twitter.com/kvEoRHnlut
— Gokulam Kerala FC (@GokulamKeralaFC) July 14, 2023