Calcutta League: আইএফএকে ‘বিস্ফোরক’ চিঠি দিল মোহনবাগান

বর্তমানে কলকাতা লিগের (Calcutta League) সুপার সিক্সের ডার্বি নিয়ে প্রবল বিতর্ক দেখা দিয়েছে কলকাতা ময়দানে। আসলে, এবারের বিজয়ী দলের নাম অনেক আগে ঘোষণা হয়ে গেলেও…

Mohun Bagan SG

বর্তমানে কলকাতা লিগের (Calcutta League) সুপার সিক্সের ডার্বি নিয়ে প্রবল বিতর্ক দেখা দিয়েছে কলকাতা ময়দানে। আসলে, এবারের বিজয়ী দলের নাম অনেক আগে ঘোষণা হয়ে গেলেও এখনো পর্যন্ত বাকি রয়ে গিয়েছে সুপার সিক্সের একাধিক ম্যাচ। এক্ষেত্রে ভবানীপুর ও খিদিরপুরের মতো ক্লাব নিজেদের দল তুলে নিলেও কলকাতা ডার্বির দিকে নজর রয়েছে সকলের। এক্ষেত্রে বঙ্গীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে আগামী ৩০ তারিখ ম্যাচের দিন ধার্য করা হলেও সেই ম্যাচ খেলা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে দুই প্রধানের।

এক্ষেত্রে লাল-হলুদের তরফ থেকে খুব একটা সমস্যা না থাকলেও সবুজ-মেরুনের তরফ থেকে আগেই চিঠি দিয়ে এই ম্যাচে দল না নামানোর ইঙ্গিত মিলেছিল। যার কারন হিসেবে দেখানো হয়েছে আগামী ২রা ডিসেম্বর হায়দরাবাদ দলের সঙ্গে আইএসএলের ম্যাচ। পাশাপাশি এএফসি কাপের এখনো পর্যন্ত একটি ম্যাচ বাকি বাগানের।

তাই সব দিক উল্লেখ করেই ডার্বির দিনক্ষণ বদলের অনুরোধ করা হয়েছিল বাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। তবে বড় ম্যাচের তারিখ যে আর বদল করা হবে না সেই নিয়েও যথেষ্ট অনড় এখনো অব্দি থেকেছে আইএফএ। এক্ষেত্রে গতকাল একটি বৈঠক থেকে আগেই নিজের মতামত তুলে ধরেছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। যেখানে এই ম্যাচ আয়োজনের কথা অনেক আগেই নাকি বলা হয় তাদের তরফে। কিন্তু সেই নিয়েই এবার আইএফএকে কড়া চিঠি দেয় মোহনবাগান। যেখানে আইএফএর এই সিদ্ধান্তে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়ে নাম না করে একটি বিশেষ দলকে সুবিধা পাইয়ে দেওয়ার কথা ও বলা হয় তাদের তরফে। এছাড়াও এই ফুটবল সংস্থার তরফ থেকে বকেয়া অর্থ প্রদানের ক্ষেত্রে ও যথেষ্ট চাপ দেওয়া হয় তাদের তরফ থেকে।

সেইসাথে আইএফএর তরফ থেকে ডার্বি ম্যাচকে কেন্দ্র করে তাদের বক্তব্য নিয়ে ও প্রশ্ন তোলা হয় সবুজ-মেরুনের তরফ থেকে। যা নিয়ে রীতিমতো সরগরম ময়দান। তবে চুপ থাকেননি অনির্বাণ দত্ত। তিনি বলেন, পূর্বে একাধিকবার ম্যাচের দিনক্ষণ ও সময় পরিবর্তন করা হয়েছে। তবে সেটা উপযুক্ত কারণের ভিত্তিতে। পূর্বে ও যখন এই ম্যাচ নিয়ে বৈঠক হয়েছে তখন তাদের তরফ থেকে কোনো রকমের উপযুক্ত প্রস্তাব উঠে আসেনি। এছাড়াও তিনি বলেন, আগেই যখন বিজয়ী দল ঘোষণা হয়ে গিয়েছে। রেলিগেশন পর্ব নির্ধারন হয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে আর একটা ম্যাচের জন্যই আটকে রয়েছে এই ফুটবল টুর্নামেন্ট।

Mohun Bagan

এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায়না। তাহলে পরবর্তী ক্ষেত্রে সম্প্রচার মাধ্যম পাওয়া থেকে শুরু স্পনসরশিপ সব ক্ষেত্রেই দেখা দিতে পারে সমস্যা। মনে রাখতে হবে কলকাতা ফুটবল লিগের এই প্রিমিয়ার ডিভিশনের উপার্জন থেকেই বাকি বিভাগ গুলির খেলা হয়ে থাকে। এছাড়াও বাংলার ফুটবল দলের খরচ ও নির্ভর করে থাকে। তাতে আঘাত লাগলে পরবর্তীতে বাংলার ফুটবলে বড়সড় প্রভাব আসতে পারে। তাই সবদিক দেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পরিস্থিতি বিবেচনা করে ম্যাচের সময় এগিয়ে দেওয়ার কথা ও বলা হয় আইএফএর তরফ থেকে। তবে তা নিয়ে কোনো উত্তর মেলেনি মোহনবাগানের তরফ থেকে। এমন পরিস্থিতিতে আগামী ৩০ তারিখ মোহনবাগান দল আদৌ মাঠে নামে কিনা এখন সেটাই দেখার।