এশিয়ান গেমসের জন্য পুরুষ এবং মহিলা দল ঘোষণা করল BCCI

অবশেষে চিনের হ্যাংজুতে অনুষ্ঠিত হতে চলা আসন্ন এশিয়ান গেমসের (Asian Games) জন্য পুরুষ এবং মহিলা দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)।

Men's and Women's Squads

অবশেষে চিনের হ্যাংজুতে অনুষ্ঠিত হতে চলা আসন্ন এশিয়ান গেমসের (Asian Games) জন্য পুরুষ এবং মহিলা দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। শুরুতে দল পাঠাতে চাইলে দোনামনা করলেও অবশেষে রাজি হয় বোর্ড। মহিলা দলে প্রথম সারির ক্রিকেট পাঠালেও পুরুষ দলে তা করা যায়নি। বোর্ড অবশ্য আগেই জানিয়েছিল যে সেই সময় বিশ্বকাপ এবং তার প্রস্তুতি পর্ব চলায় প্রথম সারির খেলোয়াড়দের পাঠানো যাবে না।

২৩ এ সেপ্টেম্বর থেকে ৮ই অক্টোবর অবধি কলবে এশিয়ান গেমস। ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর অবধি চলবে মহিলাদের ক্রিকেট। বিসিসিআইয়ে, নির্বাচিত দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর।

   

পাশাপাশি পুরুষ দলের নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়েকওয়াড। এশিয়ান গেমস ২০২২-এ পুরো ক্রিকেটই খেলা হবে টি২০ ফর্ম্যাট। বলা বাহুল্য, ২০২২ এ করোনা ভাইরাসের কবলে পড়ে আয়োজন করা যায়নি এশিয়ান গেমস। অবশেষে আয়োজিত হলে তৃতীয়বারের জন্য অংশগ্রহণ করবে ক্রিকেট

এশিয়ান গেমসের জন্য নির্ধারিত পুরুষ দল: রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠি, তিলক বর্মা, রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আভেশ খান, আরশদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে, প্রভসিমরণ সিং (উইকেটরক্ষক)। স্ট্যান্ডবাই তালিকা: যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, সাই সুদর্শন।

এশিয়ান গেমসের জন্য নির্ধারিত মহিলা দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক ), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, জেমিমাহ রড্রিজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), আমনজোত কৌর, দেবিকা বৈদ্য, অঞ্জলি সারভানি, তিতাস সাধু, রাজেশ্বরী গায়কওয়াদ, মিন্নু মণি, কণিকা আহুজা, উমা চেত্রি (উইকেটরক্ষক), অনুষা বেরেডি। স্ট্যান্ডবাই তালিকা: হারলিন দেওল, কাশভি গৌতম, স্নেহ রানা, সাইকা ইশকুয় এবং পূজা ভাস্ত্রকার রায়।