Transfer News: দিল্লিতে যোগ দিলেন লাল-হলুদের এই তারকা গোলরক্ষক

Transfer News: অতীতের সমস্ত ব্যার্থতা ভুলে নতুন করে মরশুম শুরু করতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal।  সেজন্য স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে দল সামাল দেওয়ার দায়িত্ব দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট।

Pawan Kumar football

Transfer News: অতীতের সমস্ত ব্যার্থতা ভুলে নতুন করে মরশুম শুরু করতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal।  সেজন্য স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে দল সামাল দেওয়ার দায়িত্ব দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট।

যারফলে, ফের নতুন করে সেজে উঠেছে ইস্টবেঙ্গল দল। তবে গত মরশুমে দলের হয়ে খেলে যাওয়া নাওরেম মহেশ সিং, ক্লেটন সিলভা ও মোবাসিরের মতো ফুটবলারদের দলে রেখে দেওয়া হলেও একসাথে মোট এগারো জন ফুটবলারকে রিলিজ করে দেওয়া হয় দলের তরফে। যাদের মধ্যে ছিলেন জার্ভিস থেকে শুরু করে জেরির মতো বহু দেশি ও বিদেশি ফুটবলার। পরিবর্তে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দলে এসেছেন

   

তাদের বদলে দলে এসেছেন নন্দকুমার শেখর থেকে শুরু করে, মন্দাররাও দেশাই, নিশু কুমার, প্রভসুখন গীল, গুরসিমরত গীল সহ দলের পুরোনো যোদ্ধা হরমনজোত সিং খাবরা। এছাড়াও বিদেশি ফুটবলারদের মধ্যে সই করানো হয়েছে জাভিয়ের সিভেরিও, বোরহা হেরেরা ও সাউল ক্রেসপোর মতো তারকাকে। এছাড়াও দলের পুরোনো সতীর্থ ইভান গঞ্জালেসকে রিলিজ দিয়ে দুই বিদেশি ফুটবলার আনছে ইস্টবেঙ্গল। তবে সেখানেই শেষ নয়। গত কয়েকদিন আগেই দলের এক পুরোনো গোলরক্ষককে রিলিজ দিয়ে দেয় ইস্টবেঙ্গল। তিনি পবন কুমার। উল্লেখ্য, প্রভসুখান গিলের সাইন হওয়ার পর থেকেই পবন কুমারের থাকা তৈরি হয়েছিল ধোঁয়াশা। অবশেষে সেটাই হয় এবার। কিন্তু লাল-হলুদ ছেড়ে কোথায় যুক্ত হলেন পবন?

সেই নিয়েই উঠে আসল নয়া তথ্য। জানা গিয়েছে, ইমামি ইস্টবেঙ্গল দল ছেড়ে এবার দিল্লি এফসিতে যোগদান করেছেন এই তারকা ফুটবলার। একটা সময় এয়ার ইন্ডিয়া দল থেকে সকলের নজরে আসলেও পরবর্তী সময়ে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে, চেন্নাইন এফসি, নর্থইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি থেকে শুরু করে কলকাতার দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবে খেলেছেন এই গোলরক্ষক। সেখান থেকে নতুন মরশুমের জন্য আইলিগ খেলতে এবার দিল্লি উড়ে যাচ্ছেন তিনি।