AUS vs WI, First Test: ওয়েস্ট ইন্ডিজকে হেলায় হারিয়ে জিতল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের (AUS vs WI, First Test) মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার দুরন্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলেন…

Australia win over West Indies

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের (AUS vs WI, First Test) মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার দুরন্ত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়ার হয়ে দারুণ বোলিং করেন অধিনায়ক প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১২০ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়া। যার পর জয়ের জন্য মাত্র ২৬ রানের টার্গেট ছিল অস্ট্রেলিয়ার। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে দারুণ বোলিং করেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউড। এই দুজনের বোলিংয়ের সামনে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানই বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। এই ম্যাচে হ্যাজেলউড নেন ৯ উইকেট ও কামিন্স ৪ উইকেট। জশ হ্যাজেলউড প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন।

অধিনায়ক প্যাট কামিন্স প্রথম ইনিংসে ৪টি ও কামিন্স দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি। এছাড়া দ্বিতীয় ইনিংসে মিচেল স্টার্ক ২ টি ও নাথান লায়ন ২ টি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৫ ব্যাটসম্যান দুই অঙ্ক ছুঁতে পারেননি। ম্যাচে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৮৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে প্রথম ইনিংসে ২৮৩ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পুরো দল মাত্র ১২০ রানে গুটিয়ে যায় এবং জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল মাত্র ২৬ রান।

অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিংয়ে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেন ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ১১৯ রান করেছিলেন হেড। প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন ট্রাভিস হেড। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।