Qatar WC: মাঠে নামবেন নেইমার বার্তা পেয়ে ব্রাজিল বন্যায় ভাসতে চাইছে কাতার

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: মেসি (Messi) জাদু দেখে নিতে চেয়েছিল কাতারবাসী। জাদু দেখিয়ে আর্জেন্টাইন তারকা তাঁর দলকে ভেন্টিলেশন থেকে বের করে এনেছেন। নীল সাদা বন্যায়…

Neymar's team

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: মেসি (Messi) জাদু দেখে নিতে চেয়েছিল কাতারবাসী। জাদু দেখিয়ে আর্জেন্টাইন তারকা তাঁর দলকে ভেন্টিলেশন থেকে বের করে এনেছেন। নীল সাদা বন্যায় ভেসে গেছে (Qatar) কাতার। এবার কাতারবাসী ফের (Brazil) ব্রাজিল বন্যায় ভাসতে চান। দোহার গণমাধ্যমে বিকেলের ব্রেকিং বিশ্বকাপে (Qatar WC) নেইমার (Neymar) মাঠে নামতে পারেন।

চোট কমেছে নেইমারের? তিনি কি পরবর্তী ম্যাচে নামবেন? কাতার তো কোন ছার পুরো বিশ্ব মুখিয়ে আছে এই প্রশ্নের উত্তর জানতে। তবে ব্রাজিল শিবির থেকে সরাসরি কিছু বলা হয়নি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

নেইমার লিখেছেন, ‘লেটস সি!’ অর্থাৎ দেখা যাক কী হয়, এইটুকু বার্তায় ফুটবল বিশ্ব লাফাতে শুরু করেছে। রবিবার নেইমার ইনস্টাগ্রামে একটি ছবি দিয়ে জানান, তাঁর পায়ের ফোলা কমতে শুরু করেছে। পায়ের ফোলা কমার ছবি দিয়ে ব্রাজিলের নাম্বার টেন লিখেছেন, ‘দেখা যাক।’ 

এই বার্তার পর কাতার জুড়ে শুরু হয়ে গেল নেইমার বন্দনা। এবার ব্রাজিল বন্যা দেখার পালা। ব্রাজিল ভক্তদের জন্য আরও আশার খবর, সেই দেশের অন্যতম সংবাদমাধ্যম গ্লোব চ্যানেল জানাচ্ছে, ক্যামেরুনের বিপক্ষে নেইমার খেলবেন এমন আশা দেখা যাচ্ছে। গ্নোব টিভি বরাবর ব্রাজিল দলের গোপন তথ্য প্রকাশ্যে এনে চমকে দেয়। তাদের এই সংবাদে এবার নতুন চমক।

সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে ব্রাজিল। চোটের কারণে নেইমারকে নিয়ে চলছে শঙ্কা।

তবে নেইমার বার্তা দিলেও মনে করা হচ্ছে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না বরং ক্যামেরুনের বিপক্ষে পুরোটা না খেললেও অন্তত কিছু সময় খেলবেন বলে জানাচ্ছে দেশটির গ্লোব টিভি। এটুকু বার্তায় কাতারে শুরু হয়ে গেল নেইমার নেইমার চিৎকার