Suvendu Adhikari: লোকসভায় তৃণমূলকে হারাতে বাম ভোট চাইলেন শুভেন্দু, ‘ভয় পেয়েছে’ বললেন সুজন

আসন্ন লোকসভা ভোটে তৃণমূল হারাতে বাম-রাম জোটের ডাক দিলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। সিপিআইএম সমর্থকদের কাছে আবেদন করলেন তিনি। শুভেন্দু বলেন, “তৃণমূলকে হারাতে…

Suvendu Adhikari

আসন্ন লোকসভা ভোটে তৃণমূল হারাতে বাম-রাম জোটের ডাক দিলেন বিরোধী দলনেতা (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী। সিপিআইএম সমর্থকদের কাছে আবেদন করলেন তিনি। শুভেন্দু বলেন, “তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দিন”। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সভা থেকে এমনই আহ্বান শুভেন্দু অধিকারীর।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “পাটনা বেঙ্গালুরুতে মানুষ দেখেছে কিভাবে ইয়েচুরি-মমতা বোঝাপড়া হয়েছে। দিল্লিতে দোস্তি আর বাংলাতে কুস্তি একসঙ্গে হয় না। একমাত্র বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে চলেছে। বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করতে পারে শুধুমাত্র বিজেপি”। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হলে সিপিএমের নীচু তলার কর্মীরা বিজেপিতে আসুন।’

সিপিআইমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, “তাহলে তৃণমূল এবং বিজেপি দুজনকেই এখন যে কোনও প্রসঙ্গে সিপিএমকে আনতে হয়। সিপিএমকে বাদ দিয়ে কেউ কিছু আর বলতে পারছে না। ওরা ভেবেছিল সিপিএম অপ্রাসঙ্গিক তাই তাকে নিয়ে আলোচনা করতে হবে না। তবে এখন তারা বুঝতে পেরেছে যে সিপিএম প্রাসঙ্গিক। এবং দুজনের ক্ষেত্রেই ভয়ের কারণ ঘটিয়েছে”।

তিনি শুভেন্দুকে নিশানা করে সুজন বলেন, “তৃণমূল বিজেপির হাত ধরেই পশ্চিমবঙ্গে তাকে এনেছে। সেই একই পথ ধরছে শুভেন্দু অধিকারী। যে তৃণমূলকে যদি ঠেকাতে হয় তাহলে একমাত্র পারবে বিজেপি। কিন্তু সেই তৃণমূলের পিছন পিছন বিজেপি এসেছে। তৃণমূলের সঙ্গে থেকে শুভেন্দু অধিকারী এখন দল ভেঙে বিজেপির হয়েছেন। কেনও হয়েছে সেটাও সবাই জানে। শুভেন্দু চেষ্টা করলেও কোনও লাভ হবে না”।