জল্পনার অবসান। মুম্বই সিটি এফসিতেই (Mumbai City FC) থাকছেন তিরি (Tiri)। সোশ্যাল মিডিয়ায় ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে সই সংবাদ।
লিগ শিল্ড হাতছাড়া করলেও মুম্বই সিটি এফসি জিতেছিল ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪। ক্লাবের এই সাফল্যের পিছনে তিরির অবদান অস্বীকার করার উপায় নেই। প্রশ্ন ছিল আগামী মরসুমেও তিনি বাণিজ্যনগরী ক্লাবের হয়ে খেলবেন কি না।
Sheikh Sahil: অন্য ক্লাবের প্রস্তাব ফিরিয়ে জামশেদপুরেই থাকছেন সাহিল
মুম্বই সিটি এফসি সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিরির সঙ্গে বাড়িয়ে নিয়েছেন চুক্তির মেয়াদ। আরও এক বছরের জন্য ভারতের এই ক্লাবের হয়েই তিনি খেলবেন।
২০২৩ সালে মুম্বই সিটি এফসিতে যোগ দিয়েছিলেন তিরি। অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার ক্লাবের হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ সদস্য। ব্যাক লাইনে তাঁর ট্যাকেল, ইন্টারসেপশন প্রতিপক্ষের মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছিল। সল্টলেক স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে হারিয়ে ২০২৩-২৪ আইএসএল কাপ জেতা পেট্র ক্র্যাটকির দলের অন্যতম ফুটবলার ছিলেন তিরি।
मुंबई 🩵 Tiri
Our defensive stalwart from Spain is here to stay and rep #AamchiCity for another season 🤩🐯#TiriSeQueda #MumbaiCity 🔵 @Tiri1991 pic.twitter.com/xkz1alRC7p
— Mumbai City FC (@MumbaiCityFC) June 5, 2024
মুম্বই সিটি এফসি-তে তাঁর সময়কালে তিরি চোখে পড়ার মতো পারফরম্যান্স করেছেন। সেন্টার ব্যাক পজিশনে দলকে নির্ভরতা জুগিয়েছেন স্পেনের এই ফুটবলার। তিরি এই মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে ২৩ টি ম্যাচে অংশ নিয়েছিলেন। দলের পাঁচটি ক্লিন শিটের পিছনে ছিল তিরির ভূমিকা। ৭৭ টি ডুয়েল ও ৮৭ বার বল রিকভার করেছেন।
Robson Robinho: রবিনহোকে নিয়ে থামছে না জল্পনা, আসবেন ভারতে?
নতুন চুক্তি পত্রে সই করার পর তিরি বলেছেন, ‘মুম্বই সিটি এফসি-তে থাকার মেয়াদ বাড়াতে পেরে আমি গর্বিত। গত বছর এখানে আসার মুহূর্ত থেকে এই ক্লাব এবং সমর্থকরা আমাকে আপন করে নিয়েছিল। এই পরিবারের অংশ হতে পেরে আমি সম্মানিত।’