Sheikh Sahil: অন্য ক্লাবের প্রস্তাব ফিরিয়ে জামশেদপুরেই থাকছেন সাহিল

২০১৯-২০ মরসুমে মোহনবাগানের হয়ে জিতেছিলেন আই লিগ। তারপর এটিকে মোহনবাগানের হয়ে ২০২০-২১ মরসুমে হয়েছিলেন আইএসএল রানার আপ। ব্যারাকপুরের শেখ সাহিলকে (Sheikh Sahil) কেন্দ্র করে গরম…

Sheikh Sahil

২০১৯-২০ মরসুমে মোহনবাগানের হয়ে জিতেছিলেন আই লিগ। তারপর এটিকে মোহনবাগানের হয়ে ২০২০-২১ মরসুমে হয়েছিলেন আইএসএল রানার আপ। ব্যারাকপুরের শেখ সাহিলকে (Sheikh Sahil) কেন্দ্র করে গরম হয়ে উঠেছিল দল বদলের বাজার। আগামী মরসুমের জন্য নিজের ক্লাব চূড়ান্ত করেছেন সাহিল।

   

Robson Robinho: রবিনহোকে নিয়ে থামছে না জল্পনা, আসবেন ভারতে?

২০২৩-২৪ মরসুমে আই লিগের কল্ব আইজল এফসির হয়ে খেলেছিলেন শেখ সাহিল। আইযেলের হয়ে খেলেছিলেন আঠারোটি ম্যাচ। অর্থাৎ ক্লাবের হয়ে ধারাবাহিকভাবে খেলেছিলেন সাহিল। বয়সের সঙ্গে তাঁর প্লে স্টাইল আগের থেকে অনেক পরিণত হয়েছে। বল ধরা-ছাড়া, ড্রিবল কিংবা পাসিংয়ের ব্যাপারে দক্ষতার পরিচয় দিয়েছিলেন সাহিল। দল হিসেবে আইজল ভাল পারফরম্যান্স করতে না পারলেও সাহিলের ব্যক্তিগত মুন্সিয়ানা ছিল চোখে পড়ার মতো।

ইন্ডিয়ান সুপার লিগের অনেক ক্লাবে এখন তরুণ ফুটবলার সই করানোর ব্যাপারে জোর দিচ্ছে। সাহিলের বয়স এখন ২৪। সামনে লম্বা কেরিয়ার। আই লিগে ভাল খেলেছেন। নতুন মরসুমের জন্য হাতে এসে পৌঁছেছিল একাধিক ক্লাবের প্রস্তাব। সাহিল দল না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী মরসুমে জামশেদপুর এফসির হয়ে খেলবেন এই বাঙালি মিডফিল্ডার।

২০২২ সালে দীর্ঘমেয়াদী চুক্তিতে জামশেদপুর এফসিতে সই করেছিলেন শেখ সাহিল। ইস্পাত নগরীর ক্লাবের হয়ে খেলেছিলেন একটি মাত্র ম্যাচে। তারপর লোনে মহামেডান স্পোর্টিং ক্লাব ও আইজল এফসির হয়ে খেলেছেন।

রয় কৃষ্ণার পর আরও এক বিদেশির সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল Odisha FC

জামশেদপুর এফসি ইতিমধ্যে একাধিক তারকা ফুটবলারকে বিদায় জানিয়েছে। অফিসিয়ালি ক্লাবের পক্ষ থেকে নতুন কোনও সই সংবাদ দেওয়া হয়নি। তবে সাহিলকে বিদায় জানাচ্ছে না জামশেদপুর এফসি। ইন্ডিয়াম সুপার লিগে নতুন ভূমিকায় দেখা যেতে পারে বঙ্গ তনয়কে।