Thomas Cup: ‘সম্মানের জয়’, থমাস কাপ জেতার পর বললেন লক্ষ‍্য সেনের মা

শনিবার থাইল্যান্ডের ব‍্যাঙ্ককে ইতিহাস সৃষ্টি করেছিল ঐতিহ্যবাহী থমাস কাপের (Thomas Cup) আসরে।টুর্নামেন্ট শুরু’র দীর্ঘ ৭৩ বছর পর লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, এইচ এস প্রণয়, সাত্যিকসাইরাজ…

Thomas Cup: 'সম্মানের জয়', থমাস কাপ জেতার পর বললেন লক্ষ‍্য সেনের মা

শনিবার থাইল্যান্ডের ব‍্যাঙ্ককে ইতিহাস সৃষ্টি করেছিল ঐতিহ্যবাহী থমাস কাপের (Thomas Cup) আসরে।টুর্নামেন্ট শুরু’র দীর্ঘ ৭৩ বছর পর লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, এইচ এস প্রণয়, সাত্যিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি’রা দেশকে জগৎসভায় শ্রেষ্ঠ আসন পাইয়ে দিয়েছে। ১৪ বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারানো’টা অলিম্পিকে সোনা জয়ের থেকে কোনও অংশে কম নয়।

দেশ’কে গর্বিত করেছেন তার ছেলে লক্ষ‍্য,এই ঐতিহাসিক জয়ের পর তার মা সংবাদ মাধ্যম’কে জানিয়েছেন – “এই জয় আমাদের কাছে অত‍্যন্ত মূল্যবান।আমরা গর্বিত।অত‍্যন্ত খুশি।গোটা ভারতীয় দল’কে শুভেচ্ছা জানাই।ভিডিও কনফারেন্সের মাধ‍্যমে লক্ষ‍্যদের এই জয় সেলিব্রেট করেছি আমরা।”

Advertisements

জয় পর খুশি লক্ষ‍্যের ভাই চিরাগ’ও , তিনি বলেছেন, ” প্রথম ম‍্যাচ’টা জেতার জন্য খুশি আমি।কারণ প্রথম ম‍্যাচে জয়লাভ গুরুত্বপূর্ণ থাকে ।ডাবলসের ম‍্যাচ’টা ভালো হবে আশা করেছিলাম’ই।খুব ভালো খেলেছে সাত্যিক এবং চিরাগ।শ্রীকান্ত যেভাবে ম‍্যাচ’টা শেষ করেছে তা এক কথায় অনবদ্য।