Thomas Cup: ইতিহাস তৈরি করল ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল

দীর্ঘ ৪৩ বছর পর টমাস কাপের (Thomas Cup) সেমিফাইনালে উঠল ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল। টমাস কাপে এই প্রথম বার পদক নিশ্চিত করলো ভারত।দল সেমিফাইনালে ওঠায়…

Indian men badminton team scripted history

দীর্ঘ ৪৩ বছর পর টমাস কাপের (Thomas Cup) সেমিফাইনালে উঠল ভারতের পুরুষ ব্যাডমিন্টন দল। টমাস কাপে এই প্রথম বার পদক নিশ্চিত করলো ভারত।দল সেমিফাইনালে ওঠায় নিশ্চিত হলো ব্রোঞ্জ।

এদিন প্রথম ম‍্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে ম‍্যাচের শুরু’টা ভালো ভাবে হয়নি ভারতের।ভারতের লক্ষ্য সেন ২১-২৩, ৯-২১ ব‍্যবধানে হেরে যায় লি জি জিয়ার কাছে।যদিও পরের ম‍্যাচে দুরন্ত প্রত‍্যাবর্তন করেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি – চিরাগ শেটি জুটি,গোহ জে ফেই – নুর ইজুদ্দিন জুটি’কে তারা হারিয়ে দেন ২১-১৯, ২১-১৫ ফলাফলে।

তিন নম্বর ম‍্যাচে কিদম্বি শ্রীকান্ত এগিয়ে দেন ভারতকে,২১-১১, ২১-১৭ ফলাফলে এনজি জে ইয়ংকে হারিয়ে।এরপর চতুর্থ ম‍্যাচে হেরে যায় ভারতের ভারতের কৃষ্ণপ্রসাদ গর্গ এবং বিষ্ণুবর্ধন গৌড়ের জুটি।শেষ ম‍্যাচে এইচএস প্রণয় ২১-১৩, ২১-৮ ফলাফলে লিয়ং জুন হাও ‘কে হারিয়ে ভারতের সেমিফাইনালে স্থান নিশ্চিত করেন।