সদ্য ভারতীয় ব্যাডমিন্টনের ৭৩ বছরের ইতিহাসে প্রথম বারের মতো থমাস কাপ (Thomas Cup) জিতে নিয়েছিলো লক্ষ্য, শ্রীকান্ত’রা। ১৪ বারের চ্যাম্পিয়ান ইন্দোনেশিয়া’কে ফাইনালে কার্যত দুরমুশ করে ছেড়েছে ভারত। টাই জিতে নেয় ৩-০ ব্যবধানে।
তবে ভারতীয় দলের ইতিহাস স্থাপন এতোটা সহজ ছিলো না, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের ম্যাচে দারুণ চাপে পড়েছিল দেশ,শেষ ম্যাচ গুলো’তে দুরন্ত পারফরম্যান্সের মধ্যে দিয়ে ভারতকে জয় এনে দিয়েছিল এইচ এস প্রণয়।প্রসঙ্গত,এই দুই টাইয়ের ক্ষেত্রে প্রথম ম্যাচ গুলো’তে হারের মুখ দেখে লক্ষ্য সেন।যদিও ফাইনালে এমন ভুলটা করেননি তিনি।ফাইনালে প্রথম ম্যাচ জিতে এনে দিয়েছিলো ভারত’কে কাঙ্খিত লিড।
শোনা যাচ্ছে গোটা টুর্নামেন্ট জুড়েই পেটের সমস্যায় ভুগেছিলেন তিনি।খাদ্যে বিষক্রিয়ার জেড়ে টুর্নামেন্টের শুরু থেকেই ভুগছিলেন লক্ষ্য, এমনটাই জানা গেছে ম্যানেজমেন্টের তরফে।কিন্তু খানিকটা বাধ্য হয়েই ম্যানেজমেন্ট। এই খবর গোপন রেখেছিলো।
জার্মান ওপেন, অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রানার্স হয়ে দুরষ ফর্ম নিয়ে থমাস কাপের আসরে হাজির হয়েছিলেন লক্ষ্য,শরীর খারাপের জেরে কানাডার বিরুদ্ধে ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।এরপর প্রত্যাবর্তন করলেও চাইনিজ তাইপে, মালয়েশিয়া এবং ডেনমার্কের কাছে ম্যাচে হারেন তিনি।তবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ফাইনালে তাকে আলাদাই মেজাজে পাওয়া গেছিলো