Chak De! India : ইতিহাস গড়ে প্রথমবারের জন্য Thomas Cup জিতল ভারত

ভারতের জন্য আরও এক গর্বের মুহূর্ত। প্রথমবারের জন্য থমাস কাপ (Thomas Cup) জিতেছে দেশ। গতবারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে পরাস্ত করেছেন লক্ষ্য সেনরা। রবিবার ভারতের পক্ষে স্কোর…

ভারতের জন্য আরও এক গর্বের মুহূর্ত। প্রথমবারের জন্য থমাস কাপ (Thomas Cup) জিতেছে দেশ। গতবারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে পরাস্ত করেছেন লক্ষ্য সেনরা। রবিবার ভারতের পক্ষে স্কোর ৩-০।

 

দিনের শুরুটা হয়েছিল লক্ষ্য সেনের হাত ধরে। ইন্দোনেশিয়া থমাস কাপ জিতেছে রেকর্ড চোদ্দবার। তাদের দেশের প্রতিনিধির বিরুদ্ধে প্রথম ম্যাচে ১-০ এগিয়ে গিয়েছিল ভারত। লক্ষ্যর বিপরীতে ছিলেন সিনসুকা গিন্টিং। ইন্দোনেশিয়ান খেলোয়াড়ের বিরুদ্ধে ম্যাচের ফল ৮-২১, ২১-১৭, ২১-১৬।

দ্বিতীয় ম্যাচ ছিল জোড়ায় জোড়ায়। ভারতের হয়ে জুটি বেঁধেছিলেন সত্যিক এবং চিরাগ। ইন্দোনেশিয়ার হয়ে ছিলেন আহসান এবং সুকামুলজ। গত ম্যাচের মতো এদিনও প্রথম সেটে হেরে গিয়েছিল ভারতীয় জুটি। সেখান থেকে ফিরে এসে অনবদ্য জয়। দ্বিতীয় ম্যাচে ভারতের পক্ষে স্কোর ১৮-২১, ২৩-২১ এবং ২১-১৯।

শেষ ম্যাচে স্ট্রেট সেটে জয় পেয়েছেন ভারতের কে শ্রীকান্ত। ইন্দোনেশিয়ার প্রতিনিধি ভালো খেললেও শ্রীকান্ত ছিলেন মাটি কামড়ে। প্রথম দুই সেটেই তিনি পরাস্ত করেছিলেন ক্রিষ্টিকে। ম্যাচের ফল ২১-১৫, ২৩-২১।