ইতিমধ্যেই সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) ছবির কথা সকলের মুখে মুখে। নব্বইয়ের দশকে কাশ্মীরি পন্ডিতদের নরক যন্ত্রণা নিয়ে তৈরী বিবেক অগ্নিহোত্রীর এই ছবি। একাধিক সেলেব থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ছবি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার জাতীয় দলের প্রাক্তন তারকা রায়নাও (Suresh Raina) এই তালিকায় যুক্ত হলেন।
আইপিএলের অন্যতম সেরা একজন ব্যাটসম্যান রায়না কাশ্মীর ফাইলস নিয়ে টুইটারে প্রশংসা করেছেন। টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। । যেখানে এক মহিলাকে দেখা যাচ্ছে, ছবি দেখে কান্নায় ভেঙে পড়ছেন। সেই ভিডিও শেয়ার করে আরও বেশি সংখ্যক দর্শকদের এই ছবি দেখার আহ্বান জানিয়েছেন।
টুইটারে রায়নার বয়ান, “প্রেসেন্টিং কাশ্মীরি ফাইলস। এটা এখন তোমাদের ছবি। যদি এই ছবি তোমাদের হৃদয় স্পর্শ করে, তাহলে তোমাদের অনুরোধ করব ন্যায় বিচারের দাবিতে সুর চড়ানোর জন্য। কাশ্মীরের গণহত্যার যাঁরা বলি হয়েছেন, তাঁদের ক্ষতয় সামান্য প্রলেপ দেওয়া।” রবিবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে চূড়ান্ত প্রশংসা করেছেন জাতীয় দলের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদও। তিনি লিখেছেন, “কেউ যখন একদম তলানিতে পৌঁছে গিয়েছে, মনে করে, তারা সেখান থেকে উত্থানের জায়গা করে নেয়। নতুন করে বেঁচে ওঠার পথ খুঁজে নেয়। খারাপ লাগছে যে ওঁরা কাশ্মীরি পন্ডিতদের সেন্টিমেন্ট আহত করেছিল। কাশ্মীর ফাইলস আসলে চোখ খুলে দেয়। হয়ত এটা হিমশৈলের চূড়া মাত্র।”
<
p style=”text-align: justify;”>প্রসঙ্গত, রায়না নিজেও জন্মসূত্রে কাশ্মীরি পন্ডিত। নব্বইয়ের দশকে অত্যাচারের শিকার হয়ে তাঁর পরিবারও কাশ্মীর ছাড়তে বাধ্য হয়। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটকে কাশ্মীর ফাইলসকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।