NRC: নাগরিকপঞ্জি নিয়ে কেন্দ্রের পরিকল্পনা সংসদে জানালেন মন্ত্রী

বছর খানেক আগে অসমের নাগরিকপঞ্জি (NRC) নিয়ে উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। পরে নাগরিকত্ব আইনের সংশোধনের পরে সেই বিতর্ক আরও জোরাল হয়। করোনার কারণে তা পিছিয়ে…

nityananda roy spoke about nrc at parliament

বছর খানেক আগে অসমের নাগরিকপঞ্জি (NRC) নিয়ে উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি। পরে নাগরিকত্ব আইনের সংশোধনের পরে সেই বিতর্ক আরও জোরাল হয়। করোনার কারণে তা পিছিয়ে যায়। এবার সেই নাগরিকপঞ্জি নিয়ে ভারত সরকারের পরিকল্পনার কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই।

নাগরিকপঞ্জি নিয়ে কী ভাবছে কেন্দ্র? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে মূলত দুটি প্রশ্ন করেছিলেন মালা রায়। প্রথম প্রশ্ন, গোটা দেশে এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জির বর্তমান স্ট্যাটাস কী রয়েছে?

   

controversial ad notice issued against bengalis in assam

দ্বিতীয় প্রশ্ন, কখন থেকে এনআরসি সংক্রান্ত কাজ শুরু হবে এবং অসমে এনআরসির বর্তমানে এনআরসির স্ট্যাটাস কী? মালা রায়ের এই দুই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, এখনও পর্যন্ত জাতীয় স্তরে এনআরসি নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার। অসমের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এনআরসির মধ্যে সংযুক্তিকরণের একটি সাপ্লিমেন্টারি তালিকা এবং এনআরসি থেকে বাদ যাওয়ার তালিকা ২০১৯ সালের ৩১ অগস্ট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার লোকসভায় এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী।

জাতীয় নাগরিক পঞ্জী হল সমস্ত ভারতীয় নাগরিকদের একটি রেজিস্টার, যা ২০০৩ সালের নাগরিকত্ব আইন,১৯৫৫-এর সংশোধনী দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে। এর উদ্দেশ্য হল ভারতের সমস্ত আইনি বৈধ নাগরিকদের নথিভুক্ত করা, যাতে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করা যায়। এটি অসমের ২০১৩-২০১৪ সাল থেকে শুরু করা হয়েছে। ভারত সরকার ২০২১ সালে দেশের বাকি অংশে এটি বাস্তবায়নের পরিকল্পনা করেছিল। উল্লেখ্য, বিজেপি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে তাদের নির্বাচনী ইশতেহারে সারা দেশে এনআরসি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল। ২০১৯ সালের নভেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রাজ্যসভায় ঘোষণা করেছিলেন, সারা দেশে এনআরসি কার্যকর করা হবে।

<

p style=”text-align: justify;”>উল্লেখ্য, অসম ছাড়া আর কোনও রাজ্যেই এই জাতীয় নাগরিক পঞ্জী এখনও পর্যন্ত কার্যকর হয়নি। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রীর জবাব থেকে স্পষ্ট, এখনও পর্যন্ত এনআরসি সংক্রান্ত বিষয়ে কোনও চিন্তাভাবনা এগোয়নি কেন্দ্রীয় সরকারের। এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জী) এর একটি আপডেট শুধুমাত্র অসমেই করা হয়েছে। ২০১৯ সালে যখন জাতীয় নাগরিক পঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়, তখন ৩ কোটি ৩০ লাখ আবেদনকারীর মধ্যে মোট ১৯ লাখ ৬ হাজার লোককে বাদ দেওয়া হয়েছিল। এই তালিকাকে কেন্দ্র করে দেশে এক বিশাল রাজনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল।