বাহারিনের বিপক্ষে ম‍্যাচ দলের শক্তি বুঝতে সাহায্য করবে: ভারত কোচ স্টিমাচ

আগামী জুন মাসে এশিয়া কাপ কোয়ালিফায়ারের ফাইনাল পর্বের ম‍্যাচে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল,তার আগে আসন্ন আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম‍্যাচ গুলো দলের শক্তি বুঝতে সাহায্য করবে,…

Igor stimac

আগামী জুন মাসে এশিয়া কাপ কোয়ালিফায়ারের ফাইনাল পর্বের ম‍্যাচে খেলতে নামবে ভারতীয় ফুটবল দল,তার আগে আসন্ন আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম‍্যাচ গুলো দলের শক্তি বুঝতে সাহায্য করবে, বলছেন ভারতের জাতীয় দলের কোচ ইগর স্টিমাচ (Igor stimac)।

এইমুহুর্তে প্রস্তুতি শিবির সারছে ব্লু টাইগার’রা আগামী ২৩ শে মার্চ বাহারিন এবং ২৬ শে মার্চ বেলারুশের বিরুদ্ধে দুই ম‍্যাচে খেলতে নামার জন্য। ভারতীয় ফুটবল সংস্থার তরফে প্রকাশ‍্যে আসা একটি বিবৃতির মধ্যে দিয়ে স্টিমাচ বলেছেন, ” এমন পরিস্থিতি’র মধ্যে দারুণ লাগছে নিজেদের।আমরা আন্তর্জাতিক এই ফ্রেন্ডলি ম‍্যাচ গুলো খেলার জন্য মুখিয়ে আছি।গত দুই বছরে কোভিড আমাদের জীবন’কে দারুণ প্রভাবিত করেছে।অত‍্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে জীবন কেটেছে।তবে এখন এই সব নিয়ে অভিযোগ করার মতো সময় নেই,আমরা এখন সামনের দিকে নজর দিতে চাই।

আমরা বাহারিন এবং বেলারুশের বিপক্ষে খেলতে চলেছি,যারা আমাদের তুলনায় অত‍্যন্ত ভালো দুই দল।তবে র‍্যাঙ্কিং খুব বিশেষ গুরুত্ব রাখেনা একটা।আমরা আইএসএলে নজর কাড়া কিছু যুব ফুটবলার’দের সুযোগ দিয়ে দেখে নিতে চাই, যাদের জুন মাসে কোয়ালিফায়ার ম‍্যাচ খেলার সময় ব‍্যাবহার করা যায়‌।”

প্রসঙ্গত, চোটের জেরে এই দুই ফ্রেন্ডলি ম‍্যাচে দেশের হয়ে খেলতে নামতে পারছেন না ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী।আগামী ২৩ শে মার্চ বাহারিন এবং ২৬ শে মার্চ বেলারুশের বিপক্ষে খেলবে টিম ইন্ডিয়া।জুন মাসে এশিয়া কাপের ফাইনাল রাউন্ডের কোয়ালিফায়ার ম‍্যাচ গুলো খেলা হবে কলকাতায়, এই ম‍্যাচ দুটো তার’ই প্রস্তুতির অঙ্গ।