ডার্বিতে সবুজ মেরুন ‘রঙের’ বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত তিরি

গত ইন্ডিয়ান সুপার লীগ (ISL) সেশন এবং চলতি ISL মরসুম মিলিয়ে তিন ডার্বি ম্যাচের ‘রঙ’ সবুজ মেরুন। টুর্নামেন্টের দ্বিতীয় লেগে দুই চিরপ্রতিদ্বন্দী ATK মোহনবাগান ও…

গত ইন্ডিয়ান সুপার লীগ (ISL) সেশন এবং চলতি ISL মরসুম মিলিয়ে তিন ডার্বি ম্যাচের ‘রঙ’ সবুজ মেরুন। টুর্নামেন্টের দ্বিতীয় লেগে দুই চিরপ্রতিদ্বন্দী ATK মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গল মুখোমুখি হতে চলেছে আগামী শনিবার ২৯ জানুয়ারি, ফতোর্দার, PJN স্টেডিয়ামে।

তার আগে আত্মবিশ্বাসী ATK মোহনবাগানের ডিফেন্সে স্তম্ভ ফুটবলার তিরি, ৩৮১ তম হাইভোল্টেজ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন রঙে রাঙিয়ে তুলতে একদম প্রস্তুত। নিজের টুইটার হ্যান্ডেলে সমর্থকদের ডার্বি ম্যাচ নিয়ে আশ্বস্ত করতে টুইট পোস্টে এমন বার্তাই ছুঁড়ে দিয়েছেন নিজের ১০০ তম ISL ম্যাচের আগে। গোটা সেশনে তিরির দলের হয়ে ৫ গোলের পারফরম্যান্স চমকপ্রদ সঙ্গে প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গলের কাছে তিরি হলেন ডেঞ্জারাস ফুটবলার মাঠে বল পায়ে গোল করে এবং করানোর নিরিখে।

শনিবারের ডার্বি ম্যাচ জিততে পারলেই ATK মোহনবাগান ISL পয়েন্ট টেবিলে প্রথম চার দলের পজিশনে ঢুকে পড়বে। তাই তিন পয়েন্টকে পাখির চোখ করে ফতোর্দার, PJN স্টেডিয়ামে নামতে চলেছে মেরিনার্স ক্যাম্প এটা বলার কোনও অপেক্ষা রাখে না। আত্মবিশ্বাসী ফুটবলার তিরি টিমকে ২০২১-২২ ইন্ডিয়ান সুপার লীগে (ISL) চ্যাম্পিয়ন খেতাব দিতে মরিয়া সেটা টুইট পোস্ট থেকে পরিস্কার। ওই টুইট পোস্টের স্ট্রাইক হল,” #জয়মোহনবাগান “

তিন ম্যাচ করোনার জেরে স্থগিত হওয়ার মাসুল গুণে ATK মোহনবাগানে ১০ ম্যাচে ৪ ম্যাচে জয়,সম সংখ্যক ম্যাচ ড্র এবং ২ ম্যাচ হেরে গোল পার্থক্যেতে ২, পয়েন্ট নিরিখে ১৬, লীগ পজিশন অষ্টম। প্রতিপক্ষ এসসি ইস্টবেঙ্গল ১৩ ম্যাচ খেলে ISL’র লাস্ট বয় ১১ তম স্থানে। মেরিনার্সদের থেকে শত যোজন পিছিয়ে লাল হলুদ ব্রিগেড।