জামশেদপুর উদ্দ্যেশে রওনা দিল টিম ইস্টবেঙ্গল

শুক্রবার সকালে ট্রেনে করে জামশেদপুর (Jamshedpur) উদ্দ্যেশে রওনা দিলো ইস্টবেঙ্গল (East Bengal) এফসি। আগামী রবিবার হাওকিপ, মহেশ, অঙ্কিতরা খেলতে নামবে জামশেদপুর এফসির বিরুদ্ধে।  ইস্পাত নগরীতে…

Team East Bengal left for Jamshedpur

শুক্রবার সকালে ট্রেনে করে জামশেদপুর (Jamshedpur) উদ্দ্যেশে রওনা দিলো ইস্টবেঙ্গল (East Bengal) এফসি। আগামী রবিবার হাওকিপ, মহেশ, অঙ্কিতরা খেলতে নামবে জামশেদপুর এফসির বিরুদ্ধে। 

ইস্পাত নগরীতে যাওয়ার আগে লাল হলুদ শিবিরে অধিনায়ক সৌভিক চক্রবর্তী সুস্থ হয়ে প্র‍্যাকট্রিসে যোগ দিলেও JRD টাটা স্পোটর্স কমপ্লেক্সে মাঠে নামবেন না শারীরিক দুর্বলতার জন্য।বরঞ্চ প্রথম একাদশে চ্যারিস কিরিয়াকুর খেলার সম্ভাবনা রয়েছে,জেরি চোটমুক্ত হওয়ায় দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারে এবং অনিকেত যাদব পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ রয়েছে ম্যাচ সিচুয়েশন অনুসারে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

ইস্টবেঙ্গল এই ম্যাচ জিততে চাইবে ইন্ডিয়ান সুপার লিগের (ISL) টেবলে নিজেদের উন্নতির জন্য।একইভাবে জামশেদপুরও চাইবে ঘরের মাঠে লাল হলুদ বিগ্রেডকে হারিয়ে ইস্টবেঙ্গলকে টপকে যেতে।রেড এন্ড গোল্ড বিগ্রেড পয়েন্ট টেবলে আটে অন্যদিকে জয় থমাসরা নয়ে ISL টেবলে।

ওড়িশা এফসির বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের ধাক্কা কাটিয়ে ইস্টবেঙ্গল এফসি ঘুরে দাঁড়াতে চাইছে।কলকাতায় নিজেদের প্রস্তুতি কোনও খামতি রাখেনি জর্ডন, ক্লিনটন সিলভারা।লাল হলুদ ভক্তদের মুখে হাসি ফোটানোই একমাত্র লক্ষ্য প্রীতম, ইভান,সার্থকদের।