Javier Siverio: ফের গোল করলেন ইস্টবেঙ্গল বাতিল সিভেরিও

আবারও সপ্রতিভ হাভিয়ের সিভেরিও (Javier Siverio)। গোল করে মানরক্ষা করলেন দলের। শনিবার জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচে গোল পেয়েছেন ইস্টবেঙ্গল বাতিল এই ফুটবলার।…

Javier Siverio

আবারও সপ্রতিভ হাভিয়ের সিভেরিও (Javier Siverio)। গোল করে মানরক্ষা করলেন দলের। শনিবার জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচে গোল পেয়েছেন ইস্টবেঙ্গল বাতিল এই ফুটবলার।

প্রায় দুই সপ্তাহের বিরতির পর আজ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। শনিবার জামশেদপুর এফসি ও কেরালা ব্লাস্টার্স দুই দলের জন্যই এদিনের ম্যাচ ছিল গুরুত্বপূর্ণ। মাঝে কয়েক দিনের বিরতির পর ফুটবলাররা কেমন খেলতে পারেন সে দিকে নজর রেখেছিলেন ফুটবল প্রেমীরা।

জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল অ্যাওয়ে টিম কেরালা ব্লাস্টার্স। ডায়ামন্তকসের গোলে ম্যাচে লিড নিয়েছিল কেরালা ব্লাস্টার্স এফসি। সম্প্রতি এই বিদেশি ফরোয়ার্ডকে নিয়ে ভারতীয় ফুটবল মহলে খুব চর্চা চলছে। তাঁকে দলে নেওয়ার জন্য ভারতের একাধিক ক্লাব চেষ্টা চালাচ্ছে বলে শোনা যাচ্ছে। ইস্টবেঙ্গলের পক্ষ থেকেও ভালো অফার দিয়ে ডায়ামন্তকসের সঙ্গে কথা পাকা করার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর। আগামী দিনে তিনি কোন ক্লাবের হয়ে খেলবেন সেটা পরের কথা। আপাতত ডায়ামন্তকস কেরালা ব্লাস্টার্স এফসির ফুটবলার।

কেরালা এগিয়ে যাওয়ার পর সমতা ফেরানোর চেষ্টা করেছিল জামশেদপুর এফসি। ৪৫ মিনিটের মাথায় জালে বল জড়ান হাভিয়ের সিভেরিও। ১-১ ব্যবধানেই শেষ হয়েছে ম্যাচ। দুই দল পেয়েছে একটি করে পয়েন্ট। চলতি মরসুমের মাঝপথে ইস্টবেঙ্গল ছেড়ে জামশেদপুর এফসিতে যোগ দেওয়ার পর থেকে বেশ কিছু গোল করলেন সিভেরিও। জমেশদপুর এফসির গোলকিপার রেহনিশ টিপি বেশ কিছু সেভ করেছেন। নাহলে কেরালা ও ডায়ামন্তকসের নামের পাশে লেখা থাকতো একাধিক গোল।