IPL 2024: ‘শিখর’ টপকে চলতি আইপিএলে প্রথম জয় পেল লখনউ

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) প্রথম জয় পেল লখনউ সুপার জায়ান্ট (Lucknow Super Giants)। শনিবার ইকানা স্পোর্টস সিটিতে পাঞ্জাব কিংসকে ২১ রানে হারিয়ে জয়…

Lucknow Super Giant

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) প্রথম জয় পেল লখনউ সুপার জায়ান্ট (Lucknow Super Giants)। শনিবার ইকানা স্পোর্টস সিটিতে পাঞ্জাব কিংসকে ২১ রানে হারিয়ে জয় পেয়েছে লোকেশ রাহুলের এলএসজি। পাঞ্জাবের হয়ে একা লড়াই চালিয়েছেন অভিজ্ঞ শিখর ধাওয়ান।

আইপিএল ২০২৪- এর প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল লখনউ সুপার জায়ান্ট। ঘরের মাঠে এদিন মরসুমের প্রথম জয় পাওয়ার জন্য মরীয়া ছিল দল। লোকেশ রাহুলদের কাজটা কঠিন করে দিয়েছিলেন শিখর ধাওয়ান। পাঞ্জাব কিংসের অধিনায়ক ৫০ বলে খেললেন ৭০ রানের ইনিংস। তাঁর ইনিংসে থাকল সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি। দলের বাকিদের থেকে সাপোর্ট পেলে পাঞ্জাব কিংসের দিকে ঘুরতে পারতো ম্যাচের মোড়। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে নেমে লিয়াম লিভিংস্টোন চার, ছয় মারলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

প্রথমে ব্যাট করে ১৯৯ রান তুলেছিল লখনউ সুপার জায়ান্ট। লখনউ- এর হয়ে শুরুটা ভালো করেছিলেন কুইন্টন ডি কক (৫৪ রান)। এরপর মিডল ও লোয়ার মিডল অর্ডারে এলএসজি অধিনায়ক নিকোলাস পুরান (৪২ রান) ও ক্রুনাল পান্ডিয়া (অপরাজিত ৪৩ রান) দলকে নিয়ে যান বড় রানের দিকে।

কুইন্টন ডি ককের ইনিংসকে পোক্ত করেছে নিকোলাস পুরান, ক্রুনাল পান্ডিয়ার ইনিংস। পাঞ্জাব কিংস এখানেই পিছিয়ে পড়ে। শিখর ধাওয়ানের কোনো সতীর্থ ব্যাট হাতে রুখে দাঁড়াতে পারেননি। ফলত নির্ধারিত কুড়ি ওভারে পাঞ্জাবের ইনিংস থামে ১৭৮ রানে। পাঞ্জাব কিংসের স্যাম কারান ও লখনউ সুপার জায়ান্ট এর পেসার মায়াঙ্ক যাদব নিয়েছেন তিনটি করে উইকেট।