প্রতি ম্যাচ থেকে তিন পয়েন্ট তোলাই লক্ষ্য: কোচ হুয়ান ফেরান্দো

ইন্ডিয়ান সুপার লিগে (ISL)এফসি গোয়ার কাছে শোচনীয় হারের পর যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দুরন্ত জয় মোহনবাগান (ATK Mohun Bagan) টিমকে নতুন করে অক্সিজেন…

Juan Ferrando

ইন্ডিয়ান সুপার লিগে (ISL)এফসি গোয়ার কাছে শোচনীয় হারের পর যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দুরন্ত জয় মোহনবাগান (ATK Mohun Bagan) টিমকে নতুন করে অক্সিজেন জুগিয়েছে। ভক্তরা প্রিয় দলের ঘুড়ে দাঁড়ানোর লড়াইকে সম্মান জানিয়েছে স্ট্যান্ডে। জয়ের এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে তাই বদ্ধ পরিকর মেরিনার্সরা।

আগামী শনিবার, লিগে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামছে ATKমোহনবাগান। ISL লিগ টেবলে মুম্বই সিটি এফসি লিগ টপার ২১ পয়েন্টে।হায়দরাবাদ এফসি ১৬,ওডিশা এফসি১৫, ATK মোহনবাগান ১৩ এবং কেরালা ব্লাস্টার্স এফসি ১২ এই হল প্রথম পাঁচ দলের অবস্থান।সকলেই সকলের পিছনে পরে আছে,রিল্যাক্স হওয়ার জো নেই।এই প্রসঙ্গে মেরিনার্সদের হেডস্যার হুয়ান ফেরান্দো শুক্রবার প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে বলেন,”সবাই জানে এখন পরিস্থিতি কী রকম। ৬-৭টা দল খুবই কাছাকাছি রয়েছে। ২-৩ পয়েন্টের অন্তর তাদের মধ্যে। এখন আমাদের প্রতি ম্যাচ থেকে তিন পয়েন্ট তোলার চেষ্টা করতে হবে”। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে দুরন্ত কামব্যাকের পরেও আত্মতুষ্টিতে না ভুগতে থাকা এবং লিগে প্রতিটি ম্যাচ এখন ফাইনালের মতো

প্রি প্রেস মিটে এসে এমনটা স্বীকার না করলেও ফেরান্দোর ফুটবল বোধ অনেকটা এরকম যে,”আমরা সবসময় শীর্ষে পৌঁছনোর কথা ভাবি। এ রকমই মানসিকতা থাকে আমাদের। তবে প্রতি ম্যাচেই পরিশ্রম করতে হয়”। সঙ্গে জুড়ে দিয়ে বলেন,”আরও উন্নত ফুটবল খেলতে হবে। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে হবে। সব দলেরই এখনও অনেক ম্যাচ বাকি। দেখা যাক, আগামী এক মাসে কী হয়”।

ধুরন্ধর স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো আগেই বলেছেন,প্রতিটি ম্যাচ আলাদা,তার সিচুয়েশন আলাদা, তাই চিন্তাভাবনা আলাদা হবে।প্রতিটি ম্যাচ ধরে ধরে এগোতে চাইছেন প্রীতম কোটালদের মাস্টারমশাই। কোনও তাড়াহুড়ো করতে নারাজ সঙ্গে ঘরের মাঠে শক্তিশালী হায়দরাবাদ এফসিকে হারিয়ে জয়ের আনন্দকে পাস কাটিয়ে ফোকাস বেঙ্গালুরু এফসি ম্যাচ।আত্মতুষ্টি নিজের মধ্যে এবং স্কোয়াডে ঢোকা বারণ।কারণ হুয়ান ফেরান্দো এন্ড হিজ বয়ে’জ পিছনে ঘুরে তাকাতে নারাজ।