India Zindabad: পাকিস্তানিদের মুখে ‘ভারত জিন্দাবাদ’ স্লোগান

একসঙ্গে একদল পাকিস্তানি বলছেন, ইন্ডিয়া জিন্দাবাদ (India Zindabad)। ভারতের সেনাবাহিনীর প্রশংসাও করছেন। শুক্রবার এই অবাক করা ছবি দেখল গোটা বিশ্ব। সৌজন্যে ভারতীয় নৌ সেনা। সমু্দ্রে…

Indian Navy Rescues Pakistani Crew from Pirates; Crew Expresses Gratitude with 'India Zindabad' Slogans

একসঙ্গে একদল পাকিস্তানি বলছেন, ইন্ডিয়া জিন্দাবাদ (India Zindabad)। ভারতের সেনাবাহিনীর প্রশংসাও করছেন। শুক্রবার এই অবাক করা ছবি দেখল গোটা বিশ্ব। সৌজন্যে ভারতীয় নৌ সেনা।

সমু্দ্রে জলদস্যুদের কবলে পড়েছিল একদল পাকিস্তানি। তাঁদের উদ্ধার করেছে ভারতীয় নৌ সেনা। শুধু তাই নয়, জলদস্যূদের গ্রেফতারও করে নিয়ে এসেছে ভারতীয় নৌ সেনা। তাঁদের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে। চলছে তদন্ত। এই সবকিছুর উর্ধে উঠে সবচেয়ে বেশি নজর কেড়েছে, পাকিস্তানিদের গলায় ভারত জিন্দাবাদ স্লোগান।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। ভারতীয় নৌ সেনা খবর পায়, আরব সাগরে এক ইরানি ভেসেল হাইজ্যাক হয়েছে। সোমালিয়ার জলদস্যূদের কবলে মাছ ধরার ভেসেল। তাতে ২৩ জন পাকিস্তানি নাগরিক। মাঝ সমুদ্রে মাছ ধরতে গিয়ে সবাই অথৈজলে পড়েছেন। খবর পেয়ে আসরে নামে ভারতীয় নৌ সেনা।

বিবৃতি দিয়ে ভারতীয় নৌ সেনা জানিয়েছে, ২টি জাহাজ নিয়ে অভিযান শুরু হয়। ঘিরে ফেলা হয় হাইজ্যাক হওয়া ইরানি ভেসেল। শুরু হয় রুদ্ধশ্বাস অপারেশন। আগ্নেয়াস্ত্র নিয়ে ভেসেলে সোমালিয়ান জলদস্যূ। ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস লড়াইয়ের পর জলদস্যূদের কবল থেকে মুক্ত করা হয় ইরানি ভেসেল। উদ্ধার করা হয় ২৩ জন পাকিস্তানিকে। পাশাপাশি, ৯জন জলদস্যূকেও গ্রেফতার করা হয়েছে। তাদের ভারতে নিয়ে এসেছে নৌ সেনা।

জলদস্যূদের কবল থেকে মুক্তি পেয়ে ভিডিও বার্তা দিয়েছেন পাকিস্তানিরা। পুরো ঘটনার বর্নণা করেন, কীভাবে তাঁদের উদ্ধার করে ভারতীয় নৌ সেনা। শুধু তাই নয়, ভারতীয় নৌ সেনাকে ধন্যবাদ জানিয়েছেন ২৩ পাকিস্তানি। সবশেষে বলেছেন, ইন্ডিয়া জিন্দাবাদ।