Super Cup News: বাগান অনুশীলনে খোশমেজাজে দিমিত্রি, দেখা গেল না পুইতিয়াকে

ইন্ডিয়ান সুপার লিগ জয় করার পর সুপার কাপকে (Super Cup) পাখির চোখ করে এগোতে শুরু করেন বাগানের হেডস্যার।

ATK Mohun Bagan

চলতি মরশুমের প্রথমে ফর্ম না থাকলেও ধীরে ধীরে ছন্দে ফেরে এটিকে মোহনবাগান। তারপর সবাই কে চমকে দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় হুয়ান ফেরেন্দোর ছেলেরা। তবে সেখানেই শেষ নয়। ইন্ডিয়ান সুপার লিগ জয় করার পর সুপার কাপকে (Super Cup) পাখির চোখ করে এগোতে শুরু করেন বাগানের হেডস্যার।

পরিকল্পনা মাফিক একই ভঙ্গিমায় হিরো সুপার কাপ শুরু করেছিল প্রীতমরা। প্রথম ম্যাচে আই লিগের শক্তিশালী দল গোকুলাম কেরালা এফসি কে বড় ব্যবধানে পরাজিত করলে ও দ্বিতীয় ম্যাচে জামশেদপুর এফসির কাছে মুখ থুবড়ে পড়তে হয় তাদের। তারপর এফসি গোয়ার কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সবুজ-মেরুন ব্রিগেড।

তবে এখনি মরশুম শেষ হচ্ছে না কলকাতার এই প্রধানের। সুপার কাপ থেকে বিদায় নেওয়ার পর শহরে ফিরে বেশ কিছুদিন বিশ্রাম নেয় সবুজ-মেরুন ব্রিগেড। তারপর গত রবিবার থেকে এফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের প্রস্তুতি শুরু করে দেয় এটিকে মোহনবাগান। প্রথম দিনের তুলনায় আজ যথেষ্ট চনমনে লাগে দলের ফুটবলারদের। গতকাল দলের রক্ষনভাগ কে শক্তিশালী করার দিকে জোর দিলেও আজ দুই উইং কে খতিয়ে দেখেন আইএসএল জয়ী কোচ। সেইমতো মনবীর, লিস্টন ও আশিক কুরুনিয়ানদের দেখে নিলেন ফেরেন্দো। আসলে এই ম্যাচের জন্য সকলকেই তৈরি রাখতে চান তিনি।

অন্যদিকে, গতকাল মাঠে না নামলে ও আজ দলের সাথেই অনুশীলন করলেন বিদেশি ডিফেন্ডার স্লাভকো ডামজানোভিচ। এছাড়াও দলের সাথে অনুশীলন করা চলাকালীন নাচতে দেখা গেল বাগানের ভরসাযোগ্য ফুটবলার দিমিত্রি পেত্রাতোসকে। এছাড়াও ফুরফুরে মেমেজাজেরা দিলেন হ্যামিল ও ম্যাকহিউরা। তবে আজ মাঠে ছিলেন না পুইতিয়া। তবে সুপার কাপে দল ধাক্কা খেলেও আসন্ন এফসি কাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য হায়দরাবাদ কে চ্যালেঞ্জ ছুড়ে দিতে মরিয়া সবুজ-মেরুন শিবির।