Yogi Adityanath: ফের প্রাণনাশের হুমকি পেলেন যোগী আদিত্যনাথ

ফের একবার প্রাণনাশের হুমকি পেলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। আতিক আহমেদ ও ভাইয়ের এনকাউন্টারের পর কার্যত উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে।

UP CM Yogi Adityanath

ফের একবার প্রাণনাশের হুমকি পেলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। আতিক আহমেদ ও ভাইয়ের এনকাউন্টারের পর কার্যত উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে।

এই পরিস্থিতিতে আদিত্যনাথ প্রশাসনের উপর ক্ষুব্ধ জনসাধারণ। তারই মধ্যে প্রাণনাশের হুমকি পেলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। এমারজেন্সি নম্বর থেকে ফোন করে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া পেজেও এই সংক্রান্ত পোস্ট করা হয়েছে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন শাখা। বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা।

প্রসঙ্গত, জরুরিকালীন পরিস্থিতিতে ১১২ নম্বরে ফোন করে যে কেউ উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সমস্যা জানিয়ে সমাধান চাইতে পারেন।

রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়ার জন্য সেই ফোন নম্বরটিই ব্যবহার করেছে অভিযুক্ত। এছাড়া পুলিশের সোশ্যাল মিডিয়া পেজে হিন্দিতে লেখা সেই বার্তা – ‘মুখ্যমন্ত্রী যোগীকে খুব দ্রুতই মেরে ফেলা হবে।’কোথা থেকে তা পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। অভিযুক্তের সোশ্যাল মিডিয়ার ডিপি-তে “আল্লাহ”র ছবি রয়েছে বলে দেখা গেছে। এই গুরুতর ঘটনার তদন্ত ভার এটিএসের হাতে।

এই-ই প্রথম নয়। গত বছরের আগস্ট মাসে এমারজেন্সি নম্বর ১১২ ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ মেসেজে যোগীকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। ওই ঘটনায় অবশ্য শাহিদ নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করে তদন্ত শুরু হয়েছিল। ফের ৮ মাসের মাথায় ফের হুমকি পেলেন আদিত্যনাথ।