Super Cup: সুপার কাপে কবে কাদের সঙ্গে খেলবে লাল-হলুদ? জানুন

কয়েক সপ্তাহ পরেই ওডিশার ভুবনেশ্বরে শুরু হতে চলেছে সুপার কাপ (Super Cup)। যেখানে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আইলিগ থেকে ও খেলতে আসছে একাধিক ফুটবল দল।…

Super Cup East Bengal

কয়েক সপ্তাহ পরেই ওডিশার ভুবনেশ্বরে শুরু হতে চলেছে সুপার কাপ (Super Cup)। যেখানে ইন্ডিয়ান সুপার লিগের পাশাপাশি আইলিগ থেকে ও খেলতে আসছে একাধিক ফুটবল দল। মোট ১৬টি ফুটবল দল। যা নিয়ে অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি দল। গত কয়েকদিন আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে এই নিয়ে জারি করা হল বিশেষ বিবৃতি।

আরও পড়ুন: Super Cup: সুপার কাপে কাদের খেলতে পাঠাবে মহামেডান? জানুন 

   

সেই অনুসারে এবার থেকে প্রত্যেকটি ফুটবল দলের প্রথম একাদশে রাখা যাবে মোট ছয়টি করে বিদেশী ফুটবলার। তেমনভাবেই করানো যাবে রেজিস্ট্রেশন। তবে এক্ষেত্রে ও থাকছে বিশেষ শর্ত। সেক্ষেত্রে দলের একাদশে থাকা ফুটবল বিদেশীদের মধ্যে একজনকে অন্তত হতে হবে এশিয়ান কোটার ফুটবলার। সেইমতো ঘর গুছিয়ে লড়াই করতে মরিয়া সকলে।

আরও পড়ুন: Mitchell Starc: ৭ লাখ ৩৬ হাজার ৬০৭ টাকা- কেকেআরের হয়ে স্টার্কের প্রতি ডেলিভারির দাম 

এবারের সূচী অনুসারে গ্রুপ “এ” তে স্থান পেয়েছে লাল-হলুদ ও সবুজ-মেরুন। এছাড়াও সেই তালিকায় আছে হিতেশ শর্মার হায়দরাবাদ এফসি। সেইসাথে কোয়ালিফাইং রাউন্ড থেকে সুযোগ পাবে একটি দল। একইভাবে গ্রুপ “বি” তে রয়েছে ইভান ভুকোমানোভিচের কেরালা ব্লাস্টার্স এফসি, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড। পাশাপাশি আইলিগ থেকে কোয়ালিফাই করতে পারবে একটি ফুটবল দল।

আরও পড়ুন: পাকিস্তান সুপার লীগের সবথেকে দামী খেলোয়াড়ের বেতন স্টার্কের প্রতি বলের থেকেও কম 

এছাড়াও গ্রুপ “সি” তে রয়েছে যথাক্রমে রনবীর কাপুরের মুম্বাই সিটি এফসি, চেন্নাইন এফসি ও পাঞ্জাব এফসি। সেইসাথে আইলিগ থেকে আসবে একটি দল। পাশাপাশি “ডি” বিভাগে রয়েছে এফসি গোয়া, ওডিশা এফসি এবং বেঙ্গালুরু এফসি। এছাড়াও আইলিগ থেকে থাকছে একটি দল।

তবে প্রশ্ন ছিল যে কবে থেকে নিজেদের লড়াই শুরু করবে ময়দানের এই প্রধান? সেই নিয়ে এবার প্রকাশ্যে এসেছে নয়া তথ্য। যারফলে, আগামী ৯ জানুয়ারী দুপুরে কলিঙ্গ স্টেডিয়ামে হায়দরাবাদ এফসির মুখোমুখি হতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। সেটাই তাদের প্রথম ম্যাচ। তারপর ১৪ই জানুয়ারী সন্ধ্যায় সেই একই স্টেডিয়ামে আইলিগের যোগ্যতা অর্জনকারী দলের সঙ্গে খেলবে লাল-হলুদ। তারপর বহু প্রতিক্ষিত ডার্বি ম্যাচ। যেটি আয়োজিত হবে ১৯ই জানুয়ারী সন্ধ্যা সাড়ে সাতটায়।