AFC Cup- কুয়ালালমপুর সিটির বিরুদ্ধে কঠিন লড়াই মোহনবাগানের- ত্রিজিত

বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি কাপের (AFC Cup) জোনাল সেমিফাইনালে কুয়ালালমপুর সিটি এফসির মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ কুয়ালালামপুর সিটি রীতিমতো শক্তিশালী।অভিষেকেই তারা এবার সেমিফাইনালে…

Trijit Das

বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি কাপের (AFC Cup) জোনাল সেমিফাইনালে কুয়ালালমপুর সিটি এফসির মুখোমুখি হতে চলেছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ কুয়ালালামপুর সিটি রীতিমতো শক্তিশালী।অভিষেকেই তারা এবার সেমিফাইনালে উঠে এসছে। দলে বেশ কয়েকজন ভালো বিদেশি তারকা রয়েছে। তাই লড়াই কঠিন হবে বলে মনে করছেন অনেকে।

কুয়ালালামপুরের বিরুদ্ধে মোহনবাগান কতটা লড়াই করবে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার ত্রিজিত দাস বলেন, ‘প্রতিপক্ষ কুয়ালালমপুর সিটির বিরুদ্ধে কঠিন লড়াই অপেক্ষা করছে মোহনবাগানের। যতটুকু শুনলাম ওরা খুব শক্তিশালী দল। দলের কয়েকজন ভালো বিদেশি ফুটবলার রয়েছে। কাগজে পড়লাম ওদের দলকে গুরুত্ব দিচ্ছেন প্রাক্তন মোহনবাগান তারকা সনি নর্দেও। তাই আমার মতে জুয়ান ফেরান্দোর দলের লড়াই অনেক কঠিন হবে। তবে আমি আশাবাদী যে, মোহনবাগান নিজেদের মাঠে খেলবে। সমর্থকদের সামনে খেলবে তাই হারাতে পারবে বলেই মনে করছি।’

একই সঙ্গে তিনি বলেন, ‘মোহনবাগান ডার্বি জিতলেও সেভাবে ভালো খেলতে পারেনি। সেজন্যই ওরা ডুরান্ড থেকে ছিটকে গিয়েছে। এটা খারাপ লাগছে যে ডুরান্ডে মোহনবাগান- ইস্টবেঙ্গল দুটো দলই ছিটকে গেল। তবে ডুরান্ড এখন অতীত। সামনে এএফসি কাপ। আমার মতে এফসি কাপেই প্রকাশ করা উচিত বাগানের। সেটা করছেন ফেরান্দো। আশা করি বুধবার দলের জয় দেখতে পাবেন বাগান সমর্থকরা।’